শিরোনাম

প্রকাশিত : ০৫ আগস্ট, ২০২৫, ০৪:৩৪ দুপুর
আপডেট : ০৫ আগস্ট, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিদেশগামী কর্মীদের জন্য বোয়েসেলের সতর্কবার্তা: প্রতারক চক্র থেকে সাবধান থাকার আহ্বান

বিদেশগামী কর্মীদের জন্য সর্তকতা জারি করেছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়েমেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)। গত ৩ আগস্ট এক বিজ্ঞপ্তিতে বোয়েসেল জানায়, বোয়েসেল রাষ্ট্রীয় মালিকানাধীন জনশক্তি প্রেরণকারী একমাত্র প্রতিষ্ঠান। এটি ১৯৮৪ সাল থেকে নৈতিক, নিরাপদ ও সাশ্রয়ী অভিবাসন কার্যক্রম বাস্তবায়ন করে চলেছে। দক্ষ ও প্রশিক্ষিত কর্মীর বৈদেশিক কর্মসংস্থানে বোয়েসেল অঙ্গীকারবদ্ধ।

বিদেশগামীদের প্রতারক চক্র থেকে সাবধান হয়ে সতর্ক থাকার ব্যাপারে বলা হয়েছে, বোয়েসেলের নাম ব্যবহার করে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে একটি অসাধু চক্র নিরীহ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলে, তাদের আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করছেন। এ জন্য আপনি যেন প্রতারণার শিকার না হন, তাই বোয়েসেল অফিসে সরাসরি যোগাযোগ করুন।

আরো বলা হয়েছে, সতর্কতার ক্ষেত্রে জেনে রাখা উচিত- নিয়োগ প্রক্রিয়ায় বোয়েসেলের কোনো এজেন্ট, সাব-এজেন্ট বা প্রতিনিধি নেই। চূড়ান্তভাবে কর্মী নির্বাচিত না হওয়া পর্যন্ত বোয়েসেলকে কোনো প্রকার ফি প্রদান করতে হয় না।

নির্বাচিত প্রার্থীকে সব ফি বা চার্জ ব্যাংক পে-অর্ডারের মাধ্যমে প্রদান করতে হয়। তাই নগদ অর্থ লেনদেন করা থেকে বিরত থাকুন।

এছাড়া বিদেশে চাকরির খবর পেতে ও বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন করতে বোয়েসেলের অফিশিয়াল ওয়েবসাইট পরিদর্শনের কথাও বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়