শিরোনাম
◈ কতটুকু সংস্কার ও স্বাধীন হলো বাংলাদেশের বিচারালয়? ◈ জাতীয় দলে সাকিবের ফেরা নিয়ে যা বললেন মির্জা ফখরুল (ভিডিও) ◈ তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই, বন্যার শঙ্কা – ব্যারাজের ৪৪টি গেট খুলে দেওয়া হয়েছে ◈ ভোটাভুটি নয়, সর্বসম্মতিতে তত্ত্বাবধায়ক সরকারপ্রধান গঠনের পক্ষে জামায়াত ◈ মেজর জিয়া চট্টগ্রাম থেকেই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ ড. ইউনূসের মালয়েশিয়া সফর ঘিরে চুক্তি ও সমঝোতার প্রস্তুতি, বাড়বে বাণিজ্যিক সম্ভাবনা ◈ পাকিস্তানকে ৭ উই‌কে‌টে হা‌রি‌য়ে সিরিজ শুরু বাংলাদেশের ◈ দুদকের নতুন সচিব খালেদ রহীমের যোগদান ◈ চট্টগ্রামে বাসে আগুন দিল দুর্বৃত্তরা ◈ গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্সে অযত্ন-অবহেলায় স্বাস্থ্যসেবা মুখ থুবড়ে পড়েছে চিকিৎসক নেই, সেবা নেই, ভোগান্তি চরমে

প্রকাশিত : ২০ জুলাই, ২০২৫, ১১:২০ রাত
আপডেট : ২১ জুলাই, ২০২৫, ০৩:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ড. ইউনূসের মালয়েশিয়া সফর ঘিরে চুক্তি ও সমঝোতার প্রস্তুতি, বাড়বে বাণিজ্যিক সম্ভাবনা

আগস্টের দ্বিতীয় সপ্তাহে মালয়েশিয়া সফরে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তার সফরে প্রতিরক্ষাখাতে সহযোগিতা নিয়ে একটি চুক্তি এবং আরো তিন থেকে চারটি সমঝোতা স্মারক সই হতে পারে।

সরকারের কর্মকর্তারা জানিয়েছেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে আগামী ১১-১৩ আগস্ট দেশটিতে রাষ্ট্রীয় সফর করবেন প্রধান উপদেষ্টা। তার সফর নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়সহ কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন কাজ করছে। তারিখ চূড়ান্ত হলেও এখনো কর্মসূচি নিয়ে আলাপ-আলোচনা চলছে। সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক হবে।

ঢাকার একটি কূটনৈতিক সূত্র বলছে, ড. ইউনূসের কুয়ালালামপুর সফরে বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে একটি চুক্তি এবং চারটি সমঝোতা স্মারক সই করতে চায় মালয়েশিয়া। যার মধ্যে জ্বালানি খাতে একটি সমঝোতা স্মারক নিয়ে আলোচনা চলছিল, তবে এটি না হওয়ার সম্ভাবনা বেশি। এর বাইরে সেমিকন্ডাক্টর, ফরেন সার্ভিস একাডেমি, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ বা বিআইআইএসএস এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সঙ্গে একটি সমঝোতা স্মারক সই হতে পারে।

মার্কিন শুল্ক : ৯০ দিনে কমলো মাত্র দুই শতাংশ, আশাবাদী সরকার
নাম না প্রকাশ শর্তে সরকারের এক কর্মকর্তা জানান, জুলাইয়ে প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফরের কথা ছিল। তবে জুলাইয়ে নানা ব্যস্ততার কারণে মালয়েশিয়াকে অনুরোধ করে আগস্টে সফর নেওয়া হয়েছে। এটি একটি পূর্ণাঙ্গ দ্বিপক্ষীয় সফর হবে। আমরা আশা করছি, এটি একটি ভালো সফর হবে। সফরে কিছু সমঝোতা স্মারক ও চুক্তি সইয়ের প্রস্তুতি চলছে। এখনো অনেক সময় বাকি। এ ধরনের ভিভিআইপি ভিজিটে শেষ মুহূর্তে সিদ্ধান্ত হয়। 

অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর এখন পর্যন্ত ১০টি দেশ সফর করেছেন ড. ইউনূস। সবশেষ, গত জুনে তিনি যুক্তরাজ্য সফর করেন। সেই সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে সাক্ষাৎ হয়নি প্রধান উপদেষ্টার। এমনকি, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামিওর সঙ্গেও সাক্ষাৎ হয়নি। এর আগে, প্রধান উপদেষ্টা চীন-জাপান সফর করলেও সেগুলো পূর্ণাঙ্গ দ্বিপক্ষীয় সফর ছিল না।

সংশ্লিষ্টরা বলছেন, ‘বন্ধু’ আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে মালয়েশিয়া যাচ্ছেন ড. ইউনূস। পূর্ণাঙ্গ দ্বিপক্ষীয় সফর এবং বন্ধুর আতিথেয়তায় প্রধান উপদেষ্টার সফরটি বেশ তাৎপর্যপূর্ণ হবে। দুই সরকারপ্রধান সম্পর্কের দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনা করার সুযোগ পাবেন। বিশেষ করে, শ্রমবাজার, রোহিঙ্গা সংকট ও মিয়ানমার ইস্যু, কৃষি, জ্বালানি, শিক্ষা, হালাল অর্থনীতি, সুনীল অর্থনীতি, আসিয়ানসহ আন্তর্জাতিক অঙ্গনে দুই দেশের মধ্যে সহযোগিতা এবং নতুন সম্ভাবনা নিয়ে তাদের মধ্যে আলোচনা হতে পারে।

সংশ্লিষ্ট সূত্রগুলো আরো জানাচ্ছে, মালয়েশিয়া থেকে প্রধান উপদেষ্টার ইন্দোনেশিয়া সফরের পরিকল্পনা আছে সরকারের। তবে এখন পর্যন্ত সফরটি চূড়ান্ত হয়নি। আবার সফরটি না হওয়ার ইঙ্গিতও রয়েছে।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণ করে। ক্ষমতা গ্রহণের দুই মাস পর অক্টোবরে ঢাকা সফর করেছিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। ওই সফরটি ছিল অন্তর্বর্তী সরকার গঠনের পর বাংলাদেশে কোনো বিদেশি সরকার প্রধানের প্রথম উচ্চ পর্যায়ের সফর।

সরকারের এক জ্যৈষ্ঠ কর্মকর্তা বলেন, মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের বছরে বাণিজ্য প্রায় ৩ বিলিয়ন মার্কিন ডলার। এটি আরো বাড়ানোর সুযোগ আছে। মালয়েশিয়ার সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) করতে চায় বাংলাদেশ। প্রধান উপদেষ্টার সফরে বাণিজ্য-বিনিয়োগ নিয়ে ব্যাপক আলোচনা হতে পারে। শ্রমবাজার নিয়ে আলোচনা হবে। আশা করছি, ভালো কিছু হবে এই সফরে।

সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ব‌লে‌ছি‌লেন, আগস্টে প্রধান উপদেষ্টা মালয়েশিয়া যাবেন। এটি দ্বিপক্ষীয় সফর হবে।

ড. ইউনূসের যত বিদেশ সফর

ছাত্র-জনতার অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পর গত বছরের ৮ আগস্ট ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণের পর গত সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘের অধিবেশনে যোগ দেন ড. ইউনূস। এরপর নভেম্বরে আজারবাইজানে কপ-২৯ সম্মেলনে যোগ দেন প্রধান উপদেষ্টা। গত ডিসেম্বরে ড. ইউনূস ডি-৮ সম্মেলনে যোগ দিতে মিশর সফর করেন।

চলতি বছরের জানুয়ারিতে দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সম্মেলনে যোগ দেন তিনি। এরপর মার্চে চীন সফর করেন ড. ইউনূস। এপ্রিলে বিমসটেক সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ড, এরপর কাতার এবং পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে ভ্যাটিকান সিটিতে যান প্রধান উপদেষ্টা।

মে মাসে জাপান সফর করেন প্রধান উপদেষ্টা। সবশেষ, জুনে যুক্তরাজ্য সফর করেছিলেন তিনি। উৎস: ঢাকা পোষ্ট।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়