শিরোনাম
◈ আবারও ভারত-পাকিস্তান সীমান্তে গোলাগুলি ◈ আজ গভীর রা‌তে বা‌র্সেলোনা ও ইন্টার মিলান মু‌খোমু‌খি ◈ প্রতিনিয়ত যুদ্ধের হুমকি, প্রস্তুতি না রাখা আত্মঘাতী: প্রধান উপদেষ্টা ◈ বড় সুখবর দ্বৈত নাগরিকত্বের আবেদনকারীদের জন্য ◈ টি-টোয়েন্টি সি‌রিজ খেল‌তে পাকিস্তানে যাচ্ছে বাংলাদেশ ◈ আমার স্বামী চায় আমি খোলামেলা জামা পরি: মডেল পিয়া বিপাশা ◈ বিচারকাজে বাধা ও হুমকি: শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ ◈ ২০২৪ সালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য প্রধান উপদেষ্টার ঘর হস্তান্তর: সেনাবাহিনীর দক্ষতায় অর্ধেক খরচে সফল বাস্তবায়ন ◈ সরকার কর্মকর্তাদের সহজে চাকরিচ্যুতির আইনি পথ খুলছে ◈ মুক্তিযোদ্ধা’র সনদ বাতিলের তালিকায় হাসিনা সরকারের সাত মন্ত্রী এমপি’সহ আরো যারা আছেন

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২৫, ০১:২৪ দুপুর
আপডেট : ৩০ এপ্রিল, ২০২৫, ০৩:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘পুলিশ সপ্তাহ-২০২৫’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার আহ্বান

‌‘পরাজিত কোনো শক্তি যেন অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে না পারে’

গত ১৫ বছর ধরে পুলিশ বাহিনীকে দলীয় স্বার্থে ব্যবহারের অভিযোগ তুলে পুলিশকে জনগণের আস্থা অর্জনে আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে রাজারবাগ পুলিশ লাইন্সে আয়োজিত ‘পুলিশ সপ্তাহ-২০২৫’ এর উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

উদ্বোধনী বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, “গত ১৫ বছর ধরে পুলিশকে একটি দলীয় বাহিনীতে পরিণত করা হয়েছিল। অবৈধ আদেশ পালনের ফলে তারা বহুবার জনরোষের শিকার হয়েছে। দেশের মানুষের ন্যায়বিচার ও অধিকার রক্ষায় পুলিশের এখন দায়িত্বশীল ভূমিকা রাখা জরুরি।”

তিনি আরও বলেন, “আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরাজিত কোনো শক্তি যেন অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে না পারে, সে বিষয়ে সজাগ থাকতে হবে।”

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল বাহারুল আলম বিপিএমসহ পুলিশের শীর্ষ কর্মকর্তারা।

তিন দিনব্যাপী এই আয়োজনে প্রথম দিনেই দেশের ৬২ জন কৃতিত্বপূর্ণ পুলিশ সদস্যকে পদক পরিয়ে দেন প্রধান উপদেষ্টা। অনুষ্ঠানে অতিরিক্ত আইজি, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলা পুলিশ সুপারসহ পুলিশের সর্বস্তরের সদস্যরা উপস্থিত ছিলেন।

এবারের পুলিশ সপ্তাহের প্রতিপাদ্য— “আমার পুলিশ, আমার দেশ, বৈষম্যহীন বাংলাদেশ”— যা একটি অন্তর্ভুক্তিমূলক, মানবিক ও পেশাদার পুলিশ বাহিনীর লক্ষ্যের প্রতিফলন বলে উল্লেখ করেন বক্তারা।

প্রধান উপদেষ্টার বক্তব্যে স্পষ্ট বার্তা ছিল— রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত থেকে পুলিশের উচিত হবে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় অংশীদার হওয়া।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়