শিরোনাম
◈ নুর ইস্যুতে গণঅধিকার পরিষদের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ◈ কঠিন সমীকরণের সামনে বাংলাদেশ সুপার ফোরে যেতে ◈ গত অর্থবছরে ব্যয় সংকোচনে সরকারের ৫৬৮৯ কোটি টাকা সাশ্রয় ◈ মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য: প্রধান উপদেষ্টা ◈ যাবজ্জীবন সাজার মেয়াদ কমাতে চায় সরকার ◈ ঢাকার সঙ্গে দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ বন্ধ ◈ মার্কিন বাণিজ্য প্রতিনিধিদল ঢাকা আসছে আজ ◈ চীনা দূতাবাস কর্মকর্তাদের দক্ষিণ এশিয়ায় হস্তক্ষেপের অভিযোগ, ভারতকে সতর্ক থাকার আহ্বান তিব্বতের সাবেক প্রধানমন্ত্রী সাংয়ের ◈ সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, সেই ফারিয়াসহ তিনজন কারাগারে ◈ ক্যালিফোর্নিয়ায় সোশ্যাল মিডিয়া ব্যবহারে তামাকের মতো সতর্কবার্তা প্রদর্শনের বিল অনুমোদন

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২৫, ০২:০০ দুপুর
আপডেট : ১৮ আগস্ট, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রাম-কুনমিং ফ্লাইট চালুর পরিকল্পনা, কমছে বাংলাদেশিদের চিকিৎসা ব্যয়

চায়না ইস্টার্ন এয়ারলাইনস বাংলাদেশে চট্টগ্রাম থেকে চীনের কুনমিং পর্যন্ত ফ্লাইট চালুর পরিকল্পনা করেছে। যাতে দেশের পূর্বাঞ্চলের মানুষ চীনের দক্ষিণাঞ্চলীয় শহরের হাসপাতালগুলোতে চিকিৎসা নিতে পারে।

শনিবার (২৯ মার্চ) চীনা কর্মকর্তারা জানান, কুনমিংয়ের চারটি হাসপাতালকে বাংলাদেশের রোগীদের চিকিৎসার জন্য বিশেষভাবে মনোনীত করেছে, তবে এয়ার টিকেট মূল্য বেশি হওয়ায় চীনের এই শহরে ভ্রমণের বিষয়টি প্রধান প্রতিবন্ধকতা হিসেবে দেখা হচ্ছে।

এ বিষয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, কুনমিং ও চট্টগ্রামের মধ্যে পরিকল্পিত ফ্লাইটগুলো ভ্রমণ খরচ এবং সময় কমিয়ে আনবে। ফলে বাংলাদেশের আরও বেশি লোক চীনের স্বাস্থ্যসেবা সুবিধা গ্রহণ করতে পারবে।

বাংলাদেশের রাষ্ট্রদূত নাজমুল ইসলাম জানান, কুনমিংয়ের কর্তৃপক্ষ বাংলাদেশি নাগরিকদের জন্য হাসপাতালের পুরো ফ্লোর উৎসর্গ করেছে। রাষ্ট্রদূত বলেন, ‘চিকিৎসার ফি খুবই কম। একজন বাংলাদেশি রোগী চীনের স্থানীয় মানুষের মতোই ফি প্রদান করবে।’

কুনমিংয়ে ভ্রমণ দ্রুততর করতে ঢাকা সিভিল এভিয়েশন কর্তৃপক্ষও ঢাকা ও কুনমিংয়ের মধ্যকার ফ্লাইটের টিকেটের মূল্য কমানোর উদ্যোগ নিয়েছে।

চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, তারা বাংলাদেশিদের জন্য আরও স্বাস্থ্যসেবা সুবিধা উন্মুক্ত করবে। জানা গেছে, এপ্রিল মাসে বাংলাদেশ থেকে সাংবাদিকদের একটি বড় দল চিকিৎসা সুবিধা স্বচক্ষে দেখার জন্য কুনমিংয়ে যাবে।

গত মাসে কয়েক ডজন বাংলাদেশি প্রথমবারের মতো কুনমিংয়ে চিকিৎসার জন্য ভ্রমণ করেছেন। তারা সেখানে হাসপাতালের মানের প্রশংসা করেছেন। তবে, কয়েকজন ভ্রমণ খরচ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়