শিরোনাম
◈ ৩২ বছর পর হতে যাচ্ছে জাকসু নির্বাচন, তারিখ ঘোষণা ◈ মানবিক করিডর আসলে কী, বিশ্বের কোথায় কতটা কার্যকর? ◈ ভারত-পাকিস্তান যুদ্ধ কি আসন্ন, হুঙ্কার-পাল্টা হুঙ্কার ◈ ব্রাজিলের কোচ হওয়ার স্বপ্ন সফল হ‌লো না আনচেলত্তির, রিয়াল মা‌দ্রিদেই থাক‌তে হ‌চ্ছে ◈ বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন ◈ উপদেষ্টা আসিফের পদত্যাগ দাবিতে বিক্ষোভ, ব্যানার কেড়ে নেয়ায় ওসির গায়ে হাত তুলতে তেড়ে আসেন বিক্ষোভকারীরা (ভিডিও) ◈ আজ মহান মে দিবস ◈ নতুন আইন হচ্ছে র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে ◈ চলতি মাসে ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬০ কোটি ৭৬ লাখ ডলার ◈ মন্ত্রিপরিষদকে নির্বাচন কমিশনের ১২ প্রস্তাব

প্রকাশিত : ০৪ মার্চ, ২০২৫, ০৩:৫২ দুপুর
আপডেট : ২২ এপ্রিল, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : মাসুদ আলম

বিশেষ কায়দায় শাড়ির প্যাকেটে  ১২ কেজি গাঁজা, এক নারী গ্রেফতার 

মাসুদ আলম :  রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে বিশেষ কায়দায় শাড়ির প্যাকেটে রাখা ১২ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি মোছাঃ ময়না বেগম ওরফে আঁখি (২১) কে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-উত্তরা বিভাগ। 

সোমবার বিকেলে মোহাম্মদপুরের বাবর রোড থেকে গাঁজাসহ তাকে গ্রেফতার করে ডিবি-উত্তরা বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।

মঙ্গলবার ডিবি-উত্তরা বিভাগ সূত্রে জানা যায়, সোমবার ডিবি-উত্তরা বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কুমিল্লা জেলা হতে কতিপয় মাদক কারবারি অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশে মোহাম্মদপুর থানা এলাকার দিকে আসছে। এমন সংবাদের ভিত্তিতে ডিবির টিম মোহাম্মদপুর থানাধীন বাবর রোডস্থ অনুরাগ রেস্তোরার সামনে অবস্থান নেয়। বিকেল আনুমানিক বিকেল ৪ টায় ময়না বেগম উক্ত এলাকায় পৌছঁলে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে গ্রেফতার করা হয়।

এ সময় তার সাথে থাকা একটি প্লাস্টিকের সাদা বস্তায় শাড়ির ২৪টি প্যাকেটের ভেতরে রাখা ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য দুই লক্ষ ৪০ হাজার টাকা। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় একটি মামলা  করা হয়েছে। 
  
ডিবি সূত্র আরও জানায়, গ্রেফতারকৃত ময়না বেগম মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। সে উদ্ধারকৃত গাঁজা বিক্রয়ের জন্য কুমিল্লা থেকে নিয়ে এসেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়