শিরোনাম
◈ ৩২ বছর পর হতে যাচ্ছে জাকসু নির্বাচন, তারিখ ঘোষণা ◈ মানবিক করিডর আসলে কী, বিশ্বের কোথায় কতটা কার্যকর? ◈ ভারত-পাকিস্তান যুদ্ধ কি আসন্ন, হুঙ্কার-পাল্টা হুঙ্কার ◈ ব্রাজিলের কোচ হওয়ার স্বপ্ন সফল হ‌লো না আনচেলত্তির, রিয়াল মা‌দ্রিদেই থাক‌তে হ‌চ্ছে ◈ বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন ◈ উপদেষ্টা আসিফের পদত্যাগ দাবিতে বিক্ষোভ, ব্যানার কেড়ে নেয়ায় ওসির গায়ে হাত তুলতে তেড়ে আসেন বিক্ষোভকারীরা (ভিডিও) ◈ আজ মহান মে দিবস ◈ নতুন আইন হচ্ছে র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে ◈ চলতি মাসে ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬০ কোটি ৭৬ লাখ ডলার ◈ মন্ত্রিপরিষদকে নির্বাচন কমিশনের ১২ প্রস্তাব

প্রকাশিত : ০১ মার্চ, ২০২৫, ০৭:২২ বিকাল
আপডেট : ২৯ এপ্রিল, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে সরকারি গাড়ি, যা বললেন প্রেস সচিব (ভিডিও)

মনিরুল ইসলাম  : প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আত্মপ্রকাশ অনুষ্ঠানে সরকারি গাড়ি বরাদ্দে অন্তর্বর্তী সরকারের ভূমিকা অস্বীকার করেছেন। 

তিনি বলেন, পিরোজপুরের ডিসি অফিস দ্বারা পাঁচটি বাস রিক্যুইজিশনে অন্তর্বর্তী সরকারের কোনো ভূমিকা নেই। জুলাই অভ্যুত্থানে আহত-নিহতদের পরিবারের অনুরোধে ডিসি তাদের সহায়তা করেন। কিন্তু ডিসি অফিস বা সরকার কোনো খরচ বহন করেনি।

শনিবার  বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির সভাপতি নুরুল হক নুরু বলেন,  নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দিতে জেলা প্রশাসকের মাধ্যমে সরকারি গাড়ি ব্যবহার করে ঢাকায় এসেছে ছাত্র-জনতা, যা কাম্য না। এই বিষয়টি জানতে প্রেস সচিবকে প্রশ্ন করা হয়। এর জবাবে তিনি এসব কথা বলেন।

অভিযোগ ছিলো , রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের ওই অনুষ্ঠানে যোগ দিতে পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে পাঁচটি বাস রিক্যুইজিশন দেওয়া হয়েছে।

অপর এক প্রশ্নের জবাবে প্রেসসচিব বলেন, পবিত্র রমজানে পণ্যের মূল্য কীভাবে সহনীয় করা যায়, তা নিয়ে সরকার কাজ করছে। 

তিনি বলেন, আগের রোজা থেকে এবারের নিত্যপণ্যের মূল্য কম। পুরো রোজায় খাদ্যপণ্যের দাম কীভাবে সহনীয় রাখা যায়, সেটি অন্তর্বর্তীকালীন সরকারের লক্ষ্য। তেল আমদানির দিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। সয়াবিন তেলের বাজার মনিটর করা হচ্ছে। সহসা দাম সহনশীল হবে।

এ সময় প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন,পাবনায় সড়কে গাছ ফেলে ৪০ গাড়িতে ডাকাতি শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা অতিরঞ্জিত। 
 পাঁচটি পরিবহনে ডাকাতি হয়েছে। ১০ মিনিটে স্থানীয় পুলিশ ঘটনাস্থলে যায়।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়