শিরোনাম
◈ তারেক রহমানের জন্য বাসভবন, অফিস প্রস্তুত ◈ লাগেজ না খুলেই বিস্ফোরক শনাক্ত: বিমানবন্দরে বসছে ইটিডি মেশিন ◈ নির্বাচন পর্যবেক্ষণে মিশন মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ◈ হাদিকে গুলি, তদন্তে উঠে এলো আঁতকে ওঠার মতো তথ্য  ◈ মুসলিমদের ভোটাধিকার বঞ্চিত করতে ভারতে ভোটার তালিকা সংশোধন  ◈ হাদিকে হত্যাচেষ্টা: শ্যুটার ফয়সালের মা-বাবা গ্রেপ্তার ◈ বিজয় দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতির সংবর্ধনা ◈ সিঙ্গাপুরে হাদির চিকিৎসা: সর্বশেষ পরিস্থিতি জানালেন ভাই ওমর বিন হাদি ◈ ইউরোপযাত্রায় নৌকাডুবি: মাল্টার কাছে উদ্ধার ৫৯ বাংলাদেশিসহ ৬১ অভিবাসী ◈ হাদিকে হত্যাচেষ্টা: ব্যবহৃত মোটরসাইকেলের মালিকানা নিয়ে আদালতে নতুন তথ্য দিল কবির

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০২৫, ০১:১০ দুপুর
আপডেট : ০৯ এপ্রিল, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : মাসুদ আলম

ইজতেমায় ‘জঙ্গি হামলার’ গুজব, আটক ১

মাসুদ আলম: টঙ্গীর তুরাগ নদের তীরে ইজতেমা ময়দানে জঙ্গি হামলা হতে পারে এমন গুজব ছড়িয়ে পড়ে সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে। সেই গুজবের জেরে আটক করা হয়েছে একজনকে। পুলিশের দাবি, গুজব ছড়িয়েছে আটককৃত ব্যক্তিই।

শনিবার বেলা সাড়ে ১১টায় ইজতেমা ময়দানের বিদেশি নিবাসের পাশে স্থাপিত গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কন্ট্রোল রুমে এক সংবাদ সম্মেলনে জিএমপি কমিশনার এসব তথ্য জানান।

জিএমপি কমিশনার ড. মোহাম্মদ নাজমুল করিম খান বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইজতেমা ময়দানে ‌জঙ্গি হামলা হতে পারে এমন গুজব রটানো হয়। সেই ঘটনার প্রেক্ষিতে ওই রটনাকারীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের জিম্মায় নেওয়া হয়েছে। তাকে এ বিষয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সন্তোষজনক জবাব দিতে না পারলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ইজতেমার নিরাপত্তা ব্যবস্থা ভালো আছে জানিয়ে পুলিশের এ কর্মকর্তা বলেন, ‘আগামী রোববার দুপুর ১২টার মধ্যে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে শেষ হবে চলতি বছরের ইজতেমা। বিগত ইজতেমার আখেরি মোনাজাতের আগে মহাসড়কে যান চলাচল বন্ধ রাখা হলেও এবার যানবাহন চলাচল সচল থাকবে।’

শুক্রবার থেকে শুরু হয় বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। তিনদিনের এ পর্বে মাওলানা সাদ আহমদ কান্ধলভীর অনুসারীরা অংশ নিয়েছেন। ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমার কার্যক্রম। তবে চলতি বছরের পর থেকে তুরাগ তীরে আর ইজতেমা করতে পারবে না সাদপন্থিরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়