শিরোনাম
◈ পাকিস্তান সেনাবাহিনীর জরুরি বৈঠক, ভারতের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি ◈ চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে বৈঠকে রোহিঙ্গাদের জন্য জামায়াতের রাষ্ট্র গঠনের প্রস্তাবে যা বলল মিয়ানমার ◈ বিমানের বিশেষ সুবিধা ফিরিয়ে দিলেন খালেদা জিয়া ◈ সরকারের হস্তক্ষেপ না থাকায় গণমাধ্যম সূচকে উন্নতি : মাহফুজ আলম ◈ বাংলাদেশ সফর কর‌বে ভারত, বাতিলের শঙ্কা উড়িয়ে দিল বিসিবি ◈ ২ কৃষককে ফেরত পাওয়ায় ২ ভারতীয়কে ছেড়ে দিল বিজিবি (ভিডিও) ◈ ইসরায়েলি ড্রোন হামলায় গাজামুখী ত্রাণবাহী জাহাজ ক্ষতিগ্রস্ত, মাল্টার জলসীমা থেকে কর্মী উদ্ধার ◈ কাশ্মীর হামলার পর পাকিস্তানকে ঋণ দেওয়া নিয়ে আইএমএফকে সতর্ক করল ভারত ◈ বিহারে স্কুলের মিড-ডে মিলে মৃত সাপ, শতাধিক শিশু অসুস্থ! ◈ অর্থ সংকটে নভোএয়ারের ফ্লাইট চলাচল বন্ধ, ভবিষ্যৎ অনিশ্চিত!

প্রকাশিত : ০৫ জানুয়ারী, ২০২৫, ০৬:৫৬ বিকাল
আপডেট : ২১ এপ্রিল, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে: প্রেস উইং

মনিরুল ইসলাম: জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে তারপরই খসড়া তৈরি করা হবে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রোববার (৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ সম্মেলনে সমসাময়িক নানা বিষয়ে প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

শফিকুল আলম বলেন, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে তারপরই তৈরি করা হবে খসড়া। ঘোষণাপত্র নিয়ে শিগগিরই অগ্রগতি জানানো হবে । আমরা বলেছিলাম কিছুদিনের মধ্যে ঘোষণাপত্র জারি করা হবে। সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার তারিখ এখনো নির্দিষ্ট করা হয়নি বলেও জানান তিনি।

এসময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার।

শফিকুল আলম বলেন, গত ১৬ বছরের সব দুর্নীতি-অনিয়ম নিয়ে কাজ করছে সরকার। রাতের ভোটের কুশীলবরা কিভাবে পালিয়ে গেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

সাংবাদিক দম্পত্তি সাগর-রুনির হত্যাকাণ্ডের বিষয়ে প্রেস সচিব বলেন, সাগর-রুনির হত্যা মামলা রি ওপেন করা হয়েছে। পিবিআই কাজ করছে। পিবিআই এর কাজ নিয়ে আশাবাদী। প্রচুর শ্রম দেওয়া হচ্ছে এই হত্যা মামলার রহস্যের জট খোলার জন্য।

এসময় গণমাধ্যমের স্বাধীনতার বিষয়ে শফিকুল আলম বলেন, গত ৫ মাসে মিডিয়া যতটুকু ফ্রি ছিলো তা ইতিহাসে ছিল না। বিটিভির নিউজকে আরও বড় আকারে প্রচারের পরিকল্পনা রয়েছে। জুলাই অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে বিটিভির নিউজ বা অনুষ্ঠান পরিচালনার আশা জানান তিনি। 

সাইবার সুরক্ষা আইনের বিষয়ে তিনি বলেন, সাইবার সুরক্ষা আইন নিয়ে কাজ করছে সরকার। সাইবার সুরক্ষা আইন নিয়ে উপদেষ্টা কাজ করছেন। সব পক্ষের মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়