শিরোনাম
◈ বিমানের বিশেষ সুবিধা ফিরিয়ে দিলেন খালেদা জিয়া ◈ সরকারের হস্তক্ষেপ না থাকায় গণমাধ্যম সূচকে উন্নতি : মাহফুজ আলম ◈ বাংলাদেশ সফর কর‌বে ভারত, বাতিলের শঙ্কা উড়িয়ে দিল বিসিবি ◈ ২ কৃষককে ফেরত পাওয়ায় ২ ভারতীয়কে ছেড়ে দিল বিজিবি (ভিডিও) ◈ ইসরায়েলি ড্রোন হামলায় গাজামুখী ত্রাণবাহী জাহাজ ক্ষতিগ্রস্ত, মাল্টার জলসীমা থেকে কর্মী উদ্ধার ◈ কাশ্মীর হামলার পর পাকিস্তানকে ঋণ দেওয়া নিয়ে আইএমএফকে সতর্ক করল ভারত ◈ বিহারে স্কুলের মিড-ডে মিলে মৃত সাপ, শতাধিক শিশু অসুস্থ! ◈ অর্থ সংকটে নভোএয়ারের ফ্লাইট চলাচল বন্ধ, ভবিষ্যৎ অনিশ্চিত! ◈ বিশ্বকাপ বাছাই‌য়ে আগামী জু‌নে চিলি ও কলম্বিয়ার মু‌খোমু‌খি আ‌র্জেন্টিনা ◈ পা‌কিস্তান সফ‌রের আ‌গে আরব আমিরাতের স‌ঙ্গে দু‌টি টি-‌টো‌য়ে‌ন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ

প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০২৪, ১২:৩৩ রাত
আপডেট : ০১ মে, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অতিরিক্ত সচিব হলেন ১২ কর্মকর্তা

যুগ্ম সচিব পদমর্যাদার আরও ১২ কর্মকর্তা অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতি পেয়েছেন।

পদোন্নতির পর তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে।

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, তাদের এই পদোন্নতি ২৪ ডিসেম্বর থেকে কার্যকর ধরা হবে।

এর আগে গত ২৫ অগাস্ট ১৩১ জন যুগ্ম সচিবকে অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতি দেওয়া হয়।

নতুন পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন- কৃষি বিপণন অধিদপ্তরের পরিচালক সৈয়দ মেহদী হাসান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীন সিপিপি পরিচালক আহমাদুল হক, ভূমি সংস্কার বোর্ডের উপ-ভূমি সংস্কার কমিশনার মো. রেজাউল কবীর, টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ (স্রেডা) সদস্য মোজাফফর আহমেদ।

পদোন্নতি পেয়েছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের পরিচালক হাওলাদার রকিবুল বারী, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ইকবাল হোসেন, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের পরিচালক এ টি এম কামরুল ইসলাম এবং বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের পরিচালক মো. কামাল উদ্দীন বিশ্বাস।

রেলপথ মন্ত্রণালয়ের জালাল উদ্দিন আহম্মেদ, বাণিজ্য মন্ত্রণালয়ের শাহজাহান মিয়া, ২০টি চাইল্ড ডে কেয়ার সেন্টার স্থাপন প্রকল্প পরিচালক শবনম মোস্তারী এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের মহাপরিচালক আবদুল্লাহ আল মামুনও পদোন্নতি পেয়েছেন।

শেখ হাসিনার পতনের পর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার জনপ্রশাসনে রদবদল ও পদোন্নতির পাশাপাশি ‘বঞ্চিত’দের পদোন্নতি অব্যাহত রেখেছে।

সবশেষ গত ২৪ ডিসেম্বর এক সংবাদ সম্মেলনে মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম জানান, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের শাসনামলে ‘বঞ্চিত’ সাবেক ৭৬৪ জন কর্মকর্তাকে ভূতাপেক্ষ সুযোগ সুবিধাসহ পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়