শিরোনাম
◈ ২০২৫-২৬ অর্থবছর: বাড়তে পারে সেবা মাশুল, সুদ, টোল ও ইজারামূল্য ◈ কেন দেশ ছাড়তে বাধ্য হয়েছেন, ‘স্ট্রেইট কাট’ জানালেন পিনাকী ভট্টাচার্য (ভিডিও) ◈ ভয়াবহ নতুন তথ্য বাংলাদেশসহ ৮ দেশে অ্যান্টিবায়োটিক নিয়ে ◈ ১৪ হাজারের বেশি হজযাত্রীর ভিসা এখনো হয়নি ◈ পাকিস্তান সেনাবাহিনীর জরুরি বৈঠক, ভারতের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি ◈ চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে বৈঠকে রোহিঙ্গাদের জন্য জামায়াতের রাষ্ট্র গঠনের প্রস্তাবে যা বলল মিয়ানমার ◈ বিমানের বিশেষ সুবিধা ফিরিয়ে দিলেন খালেদা জিয়া ◈ সরকারের হস্তক্ষেপ না থাকায় গণমাধ্যম সূচকে উন্নতি : মাহফুজ আলম ◈ বাংলাদেশ সফর কর‌বে ভারত, বাতিলের শঙ্কা উড়িয়ে দিল বিসিবি ◈ ২ কৃষককে ফেরত পাওয়ায় ২ ভারতীয়কে ছেড়ে দিল বিজিবি (ভিডিও)

প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০২৪, ১২:১৮ দুপুর
আপডেট : ২৩ এপ্রিল, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পরিকল্পিতভাবে এজলাসে বিশৃঙ্খলার সৃষ্টি করা হয়েছে: আইনজীবী (ভিডিও)

হত্যা মামলায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুর রিমান্ড শুনানিকালে তার পক্ষের আইনজীবীকে রাষ্ট্রপক্ষের কোনো আইনজীবী মারধর করেননি বলে দাবি করেছেন ঢাকা মহানগরের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী।

শুক্রবার (৮ নভেম্বর) সকালে মহানগর দায়রা জজ আদালতে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলন এমন দাবি করেন তিনি।

পিপি বলেন, ‘বৃহস্পতিবার আমির হোসেন আমুর পক্ষে আদালতে একাধিক ওকালত নামা দেয়া নিয়ে দুটি পক্ষের মধ্যে আদালতে বিশৃঙ্খলা দেখা দেয়। এরপর একটি পক্ষ আইনজীবী স্বপন রায় চৌধুরীকে আদালত থেকে বের করে দেন।’
 
দেশবাসীকে ভুল বুঝাতে পরিকল্পিতভাবে এমন ঘটনার সৃষ্টি করা হয়েছে বলেও দাবি করেন রাষ্ট্রেপক্ষের এই কৌঁসুলি।

এছাড়া, শুনানিকালে আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু কোনো প্রকারের হুঁশিয়ারি বার্তা দিয়েছেন কি না তা নিয়েও নিশ্চিত নন ওমর ফারুক ফারুকী। তবে ভবিষ্যতে এজলাসকক্ষে এমন পরিস্থিতি এড়াতে আইনজীবীর বিষয়ে আসামিকেই নিশ্চিতকরণের জন্য জিজ্ঞেস করার পরামর্শ দেন তিনি।
 
গত বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে আদালতে হাজির করে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র-জনতার মিছিলে রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় আমির হোসেন আমুর ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে তার ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহীন রেজা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়