শিরোনাম
◈ শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ চলছে, আইএলওতে বাংলাদেশের অবস্থান ছিল ঝুঁকিতে: উপদেষ্টা সাখাওয়াত হোসেন ◈ ভারত-পাকিস্তান উত্তেজনা চরমে: আকাশসীমা বন্ধ, সামরিক সংঘাতের আশঙ্কা ◈ ৩২ বছর পর হতে যাচ্ছে জাকসু নির্বাচন, তারিখ ঘোষণা ◈ মানবিক করিডর আসলে কী, বিশ্বের কোথায় কতটা কার্যকর? ◈ ভারত-পাকিস্তান যুদ্ধ কি আসন্ন, হুঙ্কার-পাল্টা হুঙ্কার ◈ ব্রাজিলের কোচ হওয়ার স্বপ্ন সফল হ‌লো না আনচেলত্তির, রিয়াল মা‌দ্রিদেই থাক‌তে হ‌চ্ছে ◈ বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন ◈ উপদেষ্টা আসিফের পদত্যাগ দাবিতে বিক্ষোভ, ব্যানার কেড়ে নেয়ায় ওসির গায়ে হাত তুলতে তেড়ে আসেন বিক্ষোভকারীরা (ভিডিও) ◈ আজ মহান মে দিবস ◈ নতুন আইন হচ্ছে র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে

প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২৪, ০৪:৪৪ দুপুর
আপডেট : ০৭ এপ্রিল, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ড. ইউনূসের সঙ্গে অর্থনীতি নিয়ে যুক্তরাষ্ট্রের আলোচনার পরিকল্পনা : রয়টার্সের রিপোর্ট

সাদেক আলী : বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে অর্থনীতি নিয়ে আলোচনার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। এ সপ্তাহেই এই আলোচনা শুরু হতে যাচ্ছে বলে খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

মঙ্গলবার যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য ফিনানশিয়াল টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

দ্য ফিনানশিয়াল টাইমসকে যুক্তরাষ্ট্রের রাজস্ব ও অর্থ দপ্তরের আন্তর্জাতিক অর্থায়নবিষয়ক সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান বলেন, 'যুক্তরাষ্ট্র আশাবাদী যে প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে বাংলাদেশ তার অর্থনৈতিক ভঙ্গুরতা দূর করতে সক্ষম হবে এবং নিরবচ্ছিন্ন প্রবৃদ্ধি ও উন্নয়ন নিশ্চিতে একটি শক্তিশালী ভিত্তি তৈরি করতে পারবে।'

সংবাদমাধ্যমটি আরও জানায়, যুক্তরাষ্ট্রের অর্থ, পররাষ্ট্র ও বাণিজ্য দপ্তরের কর্মকর্তারা বাংলাদেশের আর্থিক ও মুদ্রানীতি নিয়ে আলোচনা করবে বলে আশা করা যাচ্ছে। একই সঙ্গে, দেশটির আর্থিক খাতের বর্তমান পরিস্থিতি নিয়েও আলোচনা হতে পারে।

রয়টার্স লিখেছে, ফিন্যান্সিয়াল টাইমসকে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক অর্থায়ন বিষয়ক সহকারী অর্থমন্ত্রী ব্রেন্ট নেইম্যান বলেছেন, প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন করে বাংলাদেশ তার অর্থনৈতিক ঝুঁকিগুলোর সমাধান করতে পারবে বলে আশাবাদী যুক্তরাষ্ট্র। একই সঙ্গে বাংলাদেশ অব্যাহত প্রবৃদ্ধি এবং ক্রমবর্ধমান সমৃদ্ধির ভিত্তি গঠন করতে পারবে বলেও তিনি আশা প্রকাশ করেন। এতে আরও বলা হয়, বাংলাদেশের আর্থিক খাত, আর্থিক নীতি, আর্থিক ব্যবস্থার সুস্থতা নিয়ে আলোচনা করতে পারেন যুক্তরাষ্ট্রের ট্রেজারি, স্টেট ও ট্রেড কর্মকর্তাদের একটি প্রতিনিধি দল। শনি ও রোববার রাজধানী ঢাকায় এই আলোচনা হওয়ার কথা রয়েছে। তবে বাংলাদেশের অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা এবং ইউনূস অফিসের কর্মকর্তারা বলেছেন, এই সফরের বিষয়ে তারা অবহিত নন। উল্লেখ্য, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে জ্বালানি ও খাদ্য আমদানির মূল্য বেড়ে গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়