শিরোনাম
◈ ৩২ বছর পর হতে যাচ্ছে জাকসু নির্বাচন, তারিখ ঘোষণা ◈ মানবিক করিডর আসলে কী, বিশ্বের কোথায় কতটা কার্যকর? ◈ ভারত-পাকিস্তান যুদ্ধ কি আসন্ন, হুঙ্কার-পাল্টা হুঙ্কার ◈ ব্রাজিলের কোচ হওয়ার স্বপ্ন সফল হ‌লো না আনচেলত্তির, রিয়াল মা‌দ্রিদেই থাক‌তে হ‌চ্ছে ◈ বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন ◈ উপদেষ্টা আসিফের পদত্যাগ দাবিতে বিক্ষোভ, ব্যানার কেড়ে নেয়ায় ওসির গায়ে হাত তুলতে তেড়ে আসেন বিক্ষোভকারীরা (ভিডিও) ◈ আজ মহান মে দিবস ◈ নতুন আইন হচ্ছে র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে ◈ চলতি মাসে ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬০ কোটি ৭৬ লাখ ডলার ◈ মন্ত্রিপরিষদকে নির্বাচন কমিশনের ১২ প্রস্তাব

প্রকাশিত : ০১ আগস্ট, ২০২৪, ০৪:৩৪ দুপুর
আপডেট : ৩০ এপ্রিল, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সন্ত্রাস দমন আইনে নিষিদ্ধ হলো জামায়াত-শিবির

আনিস তপন: [২] সন্ত্রাসবিরোধী আইনের ১৮/১ ধারায় জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করে আদেশ জারি করেছে সরকার।

[৩] বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এর অঙ্গ সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে এই আদেশ জারি করে।

[৪.১] আদেশে বলা হয়েছে, সম্প্রতি বৈষম্যবিরোধী কোটা সংস্কার আন্দোলনে সরকারের বিভিন্ন স্থাপনায় হামলা ঘটনার প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দেশের ধর্মভিত্তিক রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াত ইসলামী ও তাদের ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জড়িত ছিল। সরকারের কাছে এ বিষয়ে যথেষ্ট প্রমাণ রয়ছে। তাই এই দুই রাজনৈতিক দল/সংগঠনকে দোষী সাব্যস্ত করে সরকারের নির্বাহী আদেশে নিষিদ্ধ করা হয়েছে । 

[৪.২] আদেশে আরও বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কয়েকটি মামলার রায়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী (পূর্বনাম জামায়াত-ই- ইসলামী/জামায়াতে ইসলামী বাংলাদেশ) এবং তার অঙ্গ সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে (পূর্বনাম ইসলামী ছাত্রসংঘ) ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালে সংঘটিত গণহত্যা, যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধে দায়ী হিসেবে গণ্য করা হয়েছে। 

[৪.৩] তাছাড়া বাংলাদেশের সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ রিট পিটিশন নং-৬৩০/২০০৯ এর মামলায় দেয়া রায়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ নির্বাচন কমিশনের দেয়া নিবন্ধন বাতিল করে দেয়। হাইকোর্টের এই রায়কে বহাল রাখে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

[৪.৪] সরকারের নিকট যথেষ্ট তথ্য প্রমাণ আছে জামায়াতে ইসলামী এবং এর অঙ্গ সংগঠন ইসলামী ছাত্রশিবির সম্প্রতি কোটা বিরোধী আন্দোলন চলাকালে দেশের বিভিন্ন স্থানে হত্যা, ধ্বংসাত্মক কার্যকলাপ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে সরাসরি এবং উসকানির মাধ্যমে জড়িত ছিল।

[৪.৫] সরকার যেহেতু বিশ্বাস করে, জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্রশিবিরসহ তার সব অঙ্গ-সংগঠন সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে জড়িত আছে। তাই সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ এর ধারা ১৮(১) এ প্রদত্ত ক্ষমতাবলে, বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরসহ তার সব অঙ্গ সংগঠনকে রাজনৈতিক দল ও সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা করেছে।

[৪.৬] উক্ত আইনের তফসিল২-এ বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরসহ তার সব অঙ্গ সংগঠনকে নিষিদ্ধসত্ত্বা হিসেবে তালিকাভুক্ত করেছে। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। সম্পাদনা: সমর চক্রবর্তী

 

এটি/এসসি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়