শিরোনাম
◈ বিশ্বকাপ বাছাই‌য়ে আগামী জু‌নে চিলি ও কলম্বিয়ার মু‌খোমু‌খি আ‌র্জেন্টিনা ◈ পা‌কিস্তান সফ‌রের আ‌গে আরব আমিরাতের স‌ঙ্গে দু‌টি টি-‌টো‌য়ে‌ন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ ◈ উ‌য়েফা কনফারেন্স লিগে সুই‌ডিশ ক্লাব‌কে উ‌ড়ি‌য়ে দি‌লো চেলসি ◈ আজাদ কাশ্মীরের বাসিন্দাদের দুই মাসের খাবার মজুদের নির্দেশ ◈ দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরছেন জোবাইদা রহমান, নিরাপত্তা চেয়ে আইজিপিকে চিঠি ◈ যদি কিন্তু ছাড়াই আ.লীগকে নিষিদ্ধ করতে হবে : হাসনাত আব্দুল্লাহ ◈ অনিশ্চয়তায় ভারত ক্রিকেট দলের বাংলাদেশ সফর ◈ বিচার চলাকালীন আইন করে আ. লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে: নাইদ ইসলাম (ভিডিও) ◈ ফজলুর রহমানের বক্তব্য সরকার সমর্থন করে না: পররাষ্ট্র মন্ত্রণালয় ◈ আদানির বকেয়া উল্লেখযোগ্য পরিমাণ কমিয়েছে বাংলাদেশ

প্রকাশিত : ৩০ জুলাই, ২০২৪, ০৫:৩৭ বিকাল
আপডেট : ৩০ অক্টোবর, ২০২৪, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সহিংসতায় নিহতদের স্মরণে সারা দেশে শোক পালিত

খুররম জামান: [২] কোটা সংস্কার দাবির আন্দোলন ঘিরে ছড়িয়ে পড়া সহিংসতায় নিহত ব্যক্তিদের স্মরণে মঙ্গলবার সারা দেশে শোক পালন করা হয়েছে। দেশের সকল সরকারি, আধা সরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।  

[৩] শোক পালনের অংশ হিসেবে কালো ব্যাজ ধারণ করেন সচিবালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সকল সরকারি প্রতিষ্ঠানে কর্মরতরা। এছাড়াও বেসরকারি ও সাধারণ মানুষদের শোক পালনে কালো ব্যাজ ধারণ করতে দেখা গেছে। 

[৪] এ উপলক্ষ্যে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আর নিহত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনা করে সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়া মন্দির, গির্জা, প্যাগোডাসহ সব ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

[৫] সকালে বাংলাদশে সচিবালয়ে সব র্কমর্কতা-র্কমচারীরাই কালো ব্যাজ ধারণ করে তাদের দায়ত্বি পালন করেছেন। এমনকি ফটকে দায়ত্বিরত আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরাও পোশাকে কালো ব্যাজ পরেছেন। 

[৬] কর্মকর্তারা জানান,  সকালে অনেকেইে বাইরে কালো ব্যাজ সংগ্রহ করতে পারেননি। তাই সচবিালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের উদ্যোগে সবার জন্য র্দশনীয় জায়গায় কালো ব্যাজ রাখা হয়েছে। 

[৭] এর আগে সোমবার (২৯ জুলাই) প্রধানমন্ত্রীর র্কাযালয়ে মন্ত্রীসভার বৈঠকে এ সিদ্ধ্ন্তা নেওয়া হয়।সভায় সভাপতত্বি করনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে মন্ত্রী সভার সদস্যদের পাশাপাশি সব মন্ত্রণালয়রে সচিবরাও উপস্থতি ছিলেন।

[৮] গত রোববার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাম্প্রতিক সহিংতায় ১৪৭ জনের মৃত্যুর তথ্য জানান। সম্পাদনা: সমর চক্রবর্তী

কেজে/এসসি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়