শিরোনাম
◈ ৩২ বছর পর হতে যাচ্ছে জাকসু নির্বাচন, তারিখ ঘোষণা ◈ মানবিক করিডর আসলে কী, বিশ্বের কোথায় কতটা কার্যকর? ◈ ভারত-পাকিস্তান যুদ্ধ কি আসন্ন, হুঙ্কার-পাল্টা হুঙ্কার ◈ ব্রাজিলের কোচ হওয়ার স্বপ্ন সফল হ‌লো না আনচেলত্তির, রিয়াল মা‌দ্রিদেই থাক‌তে হ‌চ্ছে ◈ বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন ◈ উপদেষ্টা আসিফের পদত্যাগ দাবিতে বিক্ষোভ, ব্যানার কেড়ে নেয়ায় ওসির গায়ে হাত তুলতে তেড়ে আসেন বিক্ষোভকারীরা (ভিডিও) ◈ আজ মহান মে দিবস ◈ নতুন আইন হচ্ছে র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে ◈ চলতি মাসে ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬০ কোটি ৭৬ লাখ ডলার ◈ মন্ত্রিপরিষদকে নির্বাচন কমিশনের ১২ প্রস্তাব

প্রকাশিত : ২২ জুলাই, ২০২৪, ১০:১০ রাত
আপডেট : ১৯ এপ্রিল, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ‘নিয়ন্ত্রণে’ মোহাম্মদপুর

গত কয়েকদিনের ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষ শেষে রাজধানীর মোহাম্মদপুর এলাকা আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতির আতঙ্ক কাটিয়ে নিশ্চিন্তভাবে ঘর থেকে বের হচ্ছেন সাধারণ মানুষ। সূত্র : সময়টিভি 

সোমবার (২২ জুলাই) দুপুরে মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে দায়িত্বরত ডিএমপির ঊর্ধ্বতন এক কর্মকর্তা (নাম প্রকাশে অনিচ্ছুক) এ তথ্য জানিয়েছেন।

সরেজমিনে দেখা যায়, এ এলাকায় বিপুল সংখ্যক পুলিশ, বিজিবি ও সেনা সদস্য মোতায়েন রয়েছে। বাসস্ট্যান্ড মোড় থেকে বসিলা, ধানমন্ডি, আসাদগেট ও শ্যামলি রুটের প্রতিটি পয়েন্টে রয়েছে নিরাপত্তা চেকপোস্ট। সন্দেহভাজন ব্যক্তি, মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনে তল্লাশি চালাচ্ছেন পুলিশ সদস্যরা।

ডিএমপির ওই কর্মকর্তা বলেন, গতকাল রাত থেকে এ এলাকায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে। নিরাপত্তা জোরদার করতে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে।

মোহাম্মদপুর চাঁন মিয়া হাউজিংয়ের বাসিন্দা মো. রবিউল বলেন, কখন কী ঘটে এই ভয়ে গত তিন দিন বাসা থেকে বের হইনি। আজ পরিস্থিতি স্বাভাবিক লাগছে। গতরাত থেকে গোলাগুলির শব্দ পাইনি। তাই বের হয়েছি। আজ অনেক মানুষকে বের হতে দেখলাম। কিছু বাজার-সদাই করে ঘরে ফিরবো।

এদিকে, কারফিউ চলমান থাকায় ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি তুলে নেয়ার ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

কারফিউয়ের তৃতীয় দিনেও প্রত্যেককে আইন মেনে চলার আহ্বান জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। তারা বলছেন, কেউ কারফিউ আইন অমান্য করলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়