শিরোনাম
◈ ২০২৫-২৬ অর্থবছর: বাড়তে পারে সেবা মাশুল, সুদ, টোল ও ইজারামূল্য ◈ কেন দেশ ছাড়তে বাধ্য হয়েছেন, ‘স্ট্রেইট কাট’ জানালেন পিনাকী ভট্টাচার্য (ভিডিও) ◈ ভয়াবহ নতুন তথ্য বাংলাদেশসহ ৮ দেশে অ্যান্টিবায়োটিক নিয়ে ◈ ১৪ হাজারের বেশি হজযাত্রীর ভিসা এখনো হয়নি ◈ পাকিস্তান সেনাবাহিনীর জরুরি বৈঠক, ভারতের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি ◈ চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে বৈঠকে রোহিঙ্গাদের জন্য জামায়াতের রাষ্ট্র গঠনের প্রস্তাবে যা বলল মিয়ানমার ◈ বিমানের বিশেষ সুবিধা ফিরিয়ে দিলেন খালেদা জিয়া ◈ সরকারের হস্তক্ষেপ না থাকায় গণমাধ্যম সূচকে উন্নতি : মাহফুজ আলম ◈ বাংলাদেশ সফর কর‌বে ভারত, বাতিলের শঙ্কা উড়িয়ে দিল বিসিবি ◈ ২ কৃষককে ফেরত পাওয়ায় ২ ভারতীয়কে ছেড়ে দিল বিজিবি (ভিডিও)

প্রকাশিত : ১৫ জুলাই, ২০২৪, ০৬:১৭ বিকাল
আপডেট : ০৪ মার্চ, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তাড়াহুড়ো করে বিচার শেষ করার প্রচেষ্টা হচ্ছে: ড. ইউনূস

সুজন কৈরী: [২] শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আমরা ন্যায়বিচার পাচ্ছি না। এর পেছনে কী আছে, কীভাবে আছে, তা দেশের মানুষ সবাই বোঝেন।

[৩] তিনি অভিযোগ করে বলেন, তাড়াহুড়ো করে বিচার শেষ করার একটা প্রচেষ্টা আছে। এটা আদালতে উপস্থিত সবাই বুঝতে পারবেন।

[৪] সোমবার গ্রামীণ টেলিকম ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ডের অর্থ আত্মসাতের অভিযোগে ড. ইউনূসসহ ১৪ জনের বিচার শুরুর তারিখ ধার্য করার পর ঢাকার একটি আদালত থেকে বের হয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

[৫] ড. ইউনূস বলেন, তারিখ ধার্য নিয়ে যে রকম ধস্তাধস্তি করতে হলো, মনটা খারাপ হয়ে গেল। এই অবস্থাতে কিছু বলার উৎসাহ পাচ্ছি না। তবে একটা ভালো লাগলো, আজকে ওই খাঁচার ভেতরে আমাদের ঢোকানো হয়নি। খাঁচার বিষয়টি আমি বারবার বলতে থাকব, কারণ এটা জাতির প্রতি মানবতার প্রতি মস্ত বড় অপমান। এই অপমান আমাদের সহ্য করা উচিত নয়। তিনি যত তাড়াতাড়ি সম্ভব এই খাঁচাগুলো সরিয়ে ফেলার আবেদন জানান।

[৬] বিচার দ্রুত শেষ করার চেষ্টা চলছে কেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগের কোনো ভিত্তি নেই। ভিত্তিহীন অভিযোগের ভিত্তিতে মামলা তাড়াহুড়ো করে শেষ করে ফেলাটাই তাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে।

[৭] প্রতিহিংসা বা রাজনীতির শিকার কি না সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে ড. ইউনূস বলেন, কিছু একটার শিকার হচ্ছি- এটা পরিষ্কার। সম্পাদনা: সমর চক্রবর্তী

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়