শিরোনাম
◈ ২০২৫-২৬ অর্থবছর: বাড়তে পারে সেবা মাশুল, সুদ, টোল ও ইজারামূল্য ◈ কেন দেশ ছাড়তে বাধ্য হয়েছেন, ‘স্ট্রেইট কাট’ জানালেন পিনাকী ভট্টাচার্য (ভিডিও) ◈ ভয়াবহ নতুন তথ্য বাংলাদেশসহ ৮ দেশে অ্যান্টিবায়োটিক নিয়ে ◈ ১৪ হাজারের বেশি হজযাত্রীর ভিসা এখনো হয়নি ◈ পাকিস্তান সেনাবাহিনীর জরুরি বৈঠক, ভারতের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি ◈ চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে বৈঠকে রোহিঙ্গাদের জন্য জামায়াতের রাষ্ট্র গঠনের প্রস্তাবে যা বলল মিয়ানমার ◈ বিমানের বিশেষ সুবিধা ফিরিয়ে দিলেন খালেদা জিয়া ◈ সরকারের হস্তক্ষেপ না থাকায় গণমাধ্যম সূচকে উন্নতি : মাহফুজ আলম ◈ বাংলাদেশ সফর কর‌বে ভারত, বাতিলের শঙ্কা উড়িয়ে দিল বিসিবি ◈ ২ কৃষককে ফেরত পাওয়ায় ২ ভারতীয়কে ছেড়ে দিল বিজিবি (ভিডিও)

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২৪, ০৫:২২ বিকাল
আপডেট : ১২ এপ্রিল, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রশ্নফাঁসের সুবিধাভোগীদের আইনের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী

সালেহ্ বিপ্লব, রিয়াদ হাসান: [২] বিসিএস পরীক্ষার প্রশ্নফাঁস সম্পর্কে প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, ২০০১ থেকে ২০০৮ সাল পর্যন্ত দেশে তো কথা বলার মতো অবস্থা ছিলো না। বিএনপি সরকার ব্যাপক অনিয়ম করেছে। ২৪ বিসিএস পরীক্ষার মধ্যদিয়ে প্রশ্ন ফাঁস শুরু হয়। আমরা ২০০৯ সালে ক্ষমতায় এসে সব বন্ধ করেছি।

[৩] প্রধানমন্ত্রী বলেন, অনেকে বলে, এসব অনিয়ম বন্ধ করতে গেলে সরকারের ইমেজ নষ্ট হবে। আমার কথা হলো, ইমেজ নিয়ে আমি ভাবি না। যারা অপরাধী, তাদের ধরতেই হবে। প্রশ্ন ফাঁসের ঘটনার তদন্ত হবে। বিচার হবে। 

[৪] প্রশ্ন ফাঁসের বেনিফিশিয়ারি হিসেবে পাশ করে যারা প্রশাসনের বড় বড় পদে বসে আছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হবে কিনা জানতে চাইলে প্রধানমন্ত্রী বলেন, যারা বেনিফিশিয়ারি যদি তাদের খুঁজে বের করা যায় তখন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। সেটি খুঁজে দেবে কে? এটি খুঁজে বের করে দিতে হবে। যদি তারা বলে যে অমুকের কাছে প্রশ্ন বিক্রি করেছিলাম তখন প্রমাণ করতে পারলে ব্যবস্থা নেওয়া হবে।

[৫] তিনি বলেন, আমিও সেটি বিশ্বাস করি যে, যারা বেনিফিশিয়ারি তাদের কেউ ধরা হোক, তাহলে ভবিষ্যতে আর কেউ করবে না। যারা ঘুষ দেয় এবং যারা ঘুষ নেয় দুজনই সমান অপরাধী। প্রশ্ন পত্র যারা ফাঁস করে এবং সেই প্রশ্ন পত্র যারা কভার করে তারা দুজনই অপরাধী তাতে কোনো সন্দেহ নাই। কাজেই কেউ যদি খুঁজে বের করে দেয়, সাংবাদিকরা আছে তারা যদি চেষ্টা করে, খুঁজে বের করে দেয় ব্যবস্থা নেওয়া যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়