শিরোনাম
◈ বৃটেনে বাংলাদেশি প্রভাবশালীদের সম্পত্তি লেনদেন নিয়ে গার্ডিয়ানের বিস্ফোরক প্রতিবেদন ◈ জামায়াতের সমাবেশে বাংলাদেশে নতুন রাজনৈতিক মেরুকরণের বার্তা ◈ এনসিপির নিবন্ধনে ঘাটতি: ৩ আগস্টের মধ্যে সংশোধনের সময় দিয়েছে ইসি ◈ ট্রাম্পের ক্ষোভে ওয়াল স্ট্রিট জার্নাল, মামলা ১০ বিলিয়ন ডলারের ◈ নারী সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কাকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে শিরোপার দ্বারপ্রান্তে বাংলাদেশ ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনা: ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষণ ও ভূ-রাজনৈতিক উদ্বেগ ◈ রাজধানীর পল্লবীতে বাসে আগুন দিল দুর্বৃত্তরা ◈ ব্রহ্মপুত্রে চীনের দৈত্যাকার বাঁধ: ভারত ও বাংলাদেশের উদ্বেগ উপেক্ষা করেই প্রকল্পের উদ্বোধন ◈ জাতীয় মানবাধিকারের নামে সমকামিতার অফিস করতে দিবো না: মামুনুল হক ◈ মির্জা ফখরুলের ভাইয়ের ওপর হামলার প্রধান আসামি গ্রেফতার

প্রকাশিত : ২৮ মে, ২০২৫, ১১:০০ দুপুর
আপডেট : ১৩ জুলাই, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জামায়াত নেতা এ টি এম আজহারের খালাসের রায়ের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী

জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ড থেকে ‘বেকসুর’ খালাসের রায়ের তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর একাংশ।

মঙ্গলবার (২৭ মে) রাতে উদীচীর একাংশের সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, "একজন চিহ্নিত যুদ্ধাপরাধীকে মুক্ত করে দিয়ে স্বাধীনতাবিরোধী ও গণহত্যাকারীদের প্রতি রাষ্ট্রের অনুকম্পা প্রকাশের এই রায় উদীচী ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে।"

সংগঠনটি অনতিবিলম্বে খালাসের এ রায় বাতিল করে তার মৃত্যুদণ্ডের রায় ‘কার্যকর করার’ দাবি জানিয়েছে।

মঙ্গলবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ৭১-এর যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে ’বেকসুর’ খালাস দেয়।

উদীচীর এই অংশের বিজ্ঞপ্তিতে বলা হয়, "চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে একদিকে যেমন ফ্যাসিস্ট আওয়ামী চক্র ২৪ ও ৭১-কে মুখোমুখি দাঁড় করিয়ে দেশবাসীকে বিভ্রান্ত করে আসছে, তেমনি ২৪-কে পুঁজি করে ৭১ এর পরাজিত শক্তি জামায়াত-শিবির নিজেদের পাপ ধামাচাপা দেয়ার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।

“এভাবে ৭১ এর গণহত্যাকারীদের দায়মুক্তি দিলে ২৪ এর গণহত্যাকারীদের বিচারের নৈতিক অধিকার ক্ষুণ্ণ হবে।"

সংগঠনটি মনে করে, "১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় জামায়াতে ইসলাম একটি রাজনৈতিক দল হিসেবে যে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করেছে, মানবতাবিরোধী অপরাধ করেছে তার জন্য যেমন জামায়াতে ইসলামকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে, তেমনি ২৪ এর গণঅভ্যুত্থানে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ যে সন্ত্রাস ও অপরাধ সংঘটিত করেছে তারও বিচার করতে হবে।"

  • সর্বশেষ
  • জনপ্রিয়