শিরোনাম

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৩১ দুপুর
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশিদের জন্য ভিসা কঠিন যেসব দেশে: বিদেশযাত্রায় বাড়ছে দুর্ভোগ

বাংলাদেশি পর্যটকদের জন্য দিন দিন বাড়ছে দুর্ভোগ ও বিড়ম্বনা। বিদেশ ভ্রমণের পরিকল্পনার শুরুতেই ভিসা পেতে হিমশিম খাচ্ছেন সবুজ পাসপোর্টধারীরা। ভিসা পাওয়ার পরও অনেককে বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হচ্ছে শুধুমাত্র সন্দেহের কারণে। অন্যদিকে দেশের অভ্যন্তরীণ পর্যটনকেন্দ্রগুলোতেও রয়েছে নানা সমস্যা—অতিরিক্ত ভাড়া, নিরাপত্তাহীনতা, পর্যাপ্ত বিনোদনের অভাব ও দুর্ঘটনার ঝুঁকি।

এ অবস্থার মধ্যেই আজ (২৭ সেপ্টেম্বর) পালিত হচ্ছে বিশ্ব পর্যটন দিবস। এ বছরের প্রতিপাদ্য— ‘টেকসই উন্নয়নে পর্যটন’।

বাংলাদেশি পর্যটকদের জন্য বিদেশ ভ্রমণ ক্রমেই কঠিন হয়ে উঠছে। ইউরোপ-আমেরিকা-কানাডা তো বটেই, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং মধ্যপ্রাচ্যের বহু দেশ এখন সহজে ভিসা দিচ্ছে না। অনেক দেশ অন অ্যারাইভাল ভিসা সেবা বন্ধ করে দিয়েছে।

মধ্যপ্রাচ্যের দুবাই, কুয়েত, বাহরাইন, ওমান ও কাতার ভিসা দেওয়া বন্ধ রেখেছে।

* ভারত আগস্ট ২০২৪-এর পর থেকে রাজনৈতিক পরিস্থিতির কারণে বাংলাদেশিদের ট্যুরিস্ট ভিসা বন্ধ করে দিয়েছে।
* ইন্দোনেশিয়া, কম্বোডিয়াও কঠোর করেছে প্রক্রিয়া।
* চীনে ভিসা মিললেও বিমানবন্দরে যাচাই-বাছাইয়ের নামে অনেককে ফেরত পাঠানো হচ্ছে।
* থাইল্যান্ডে ভিসা পাওয়ার হার কিছুটা বেড়েছে, তবে সময় লাগছে বেশি।
* মালয়েশিয়া ইমিগ্রেশন থেকেও সন্দেহ হলে অনেককে ফিরিয়ে দেওয়া হচ্ছে।

ইউনাইটেড কনসালটেন্সি অ্যান্ড ট্যুরস-এর স্বত্বাধিকারী শেখ কামরুজ্জামান রনি জানান, জুলাই আন্দোলনের পর থেকে বাংলাদেশিদের ভিসা পাওয়ার জটিলতা আরও প্রকট হয়েছে। বাড়তি কাগজপত্র, দীর্ঘসূত্রিতা এবং অনাস্থার কারণে প্রকৃত পর্যটকরাও বিপাকে পড়ছেন।

দেশের পর্যটন খাতেও বিড়ম্বনার শেষ নেই। কক্সবাজার, সিলেট, বান্দরবানসহ বিভিন্ন স্পটে হোটেল-রিসোর্টের ভাড়া অনেক সময় থাইল্যান্ড-মালয়েশিয়ার চেয়েও বেশি। খাবারের দামও তুলনামূলক বেশি। পর্যটন মৌসুমে রুম পাওয়া কঠিন হয়ে পড়ে।

একই সঙ্গে দুর্ঘটনা ও নিরাপত্তাহীনতাও বাড়ছে। কক্সবাজার সৈকতে বারবার ডুবে মৃত্যুর ঘটনা ঘটছে। প্যারাসেইলিংসহ কিছু বিনোদন বন্ধ করে দেওয়া হয়েছে। নারী পর্যটকেরাও অনেক সময় হয়রানির শিকার হচ্ছেন।

টোয়াব সভাপতি মোহাম্মদ রাফিউজ্জামান বলেন, হোটেল-রিসোর্ট নির্মাণ খরচ বেশি হওয়ায় রুম ভাড়া তুলনামূলক বেশি ধরা হয়। তবে পর্যটন খাতের এসব সমস্যা সমাধানে সরকারের রেগুলেটরি নজরদারি দরকার। বিদেশে ভিসা সমস্যার সমাধানেও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনৈতিক তৎপরতা বাড়ানো জরুরি।

সব মিলিয়ে বাংলাদেশি পর্যটকদের জন্য ভ্রমণ এক কঠিন চ্যালেঞ্জে পরিণত হয়েছে। পৃথিবী দেখার আগ্রহ থাকলেও সুযোগ-সুবিধার অভাবে তাদের ভ্রমণস্বপ্ন ক্রমেই ফিকে হয়ে যাচ্ছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়