শিরোনাম
◈ নুর ইস্যুতে গণঅধিকার পরিষদের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ◈ কঠিন সমীকরণের সামনে বাংলাদেশ সুপার ফোরে যেতে ◈ গত অর্থবছরে ব্যয় সংকোচনে সরকারের ৫৬৮৯ কোটি টাকা সাশ্রয় ◈ মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য: প্রধান উপদেষ্টা ◈ যাবজ্জীবন সাজার মেয়াদ কমাতে চায় সরকার ◈ ঢাকার সঙ্গে দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ বন্ধ ◈ মার্কিন বাণিজ্য প্রতিনিধিদল ঢাকা আসছে আজ ◈ চীনা দূতাবাস কর্মকর্তাদের দক্ষিণ এশিয়ায় হস্তক্ষেপের অভিযোগ, ভারতকে সতর্ক থাকার আহ্বান তিব্বতের সাবেক প্রধানমন্ত্রী সাংয়ের ◈ সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, সেই ফারিয়াসহ তিনজন কারাগারে ◈ ক্যালিফোর্নিয়ায় সোশ্যাল মিডিয়া ব্যবহারে তামাকের মতো সতর্কবার্তা প্রদর্শনের বিল অনুমোদন

প্রকাশিত : ০৫ মে, ২০২৫, ০১:৪২ দুপুর
আপডেট : ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খালি পেটে লেবুর পানি, উপকারিতা কতটুকু?

লাইফস্টাইল ডেস্ক : সময়ের সঙ্গে স্বাস্থ্যসচেতন মানুষদের মধ্যে বাড়ছে লেবুর রস মেশানো গরম পানি খাওয়ার প্রবণতা। বিশেষত খালি পেটে এই পানীয় গ্রহণ করলে ওজন কমানো থেকে শুরু করে ত্বক উজ্জ্বল রাখার মতো একাধিক উপকার পাওয়া যায় বলেই দাবি করছেন পুষ্টিবিদদের একাংশ। তবে বিশেষজ্ঞদের মতে, এই অভ্যাস কয়েক দিন চালালেই ফল মিলবে না। নিয়মিত অন্তত ৩০ দিন এই মিশ্রণ পান করলেই মিলবে প্রকৃত উপকার।

চলুন, দেখে নেওয়া যাক, কী কী উপকার পাওয়া যাবে নিয়মিত লেবুর পানি পান করলে।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ও ত্বক উজ্জ্বল রাখে : 
পাতিলেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। প্রতিদিন খালি পেটে এটি খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং ত্বকও হয় উজ্জ্বল।

ক্ষুধা নিয়ন্ত্রণে রেখে ওজন কমাতে সাহায্য করে : 
লেবুর পানি খেলে ক্ষুধা কিছুটা নিয়ন্ত্রণে থাকে, ফলে অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে।


দীর্ঘমেয়াদে এই অভ্যাস ওজন কমাতেও সহায়ক : 
হজমশক্তি বাড়ায় ও গ্যাসের সমস্যা কমায় এটি পেট পরিষ্কার রাখতে সাহায্য করে এবং হজমে সহায়ক। যারা গ্যাস বা বদহজমের সমস্যায় ভোগেন, তাদের জন্য এই পানীয় উপকারী।

মুখ ও ত্বকের দুর্গন্ধ দূর করতে সহায়ক : 
লেবুতে থাকা প্রাকৃতিক জীবাণুনাশক উপাদান মুখ ও ত্বকের দুর্গন্ধ সৃষ্টি করা ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে সাহায্য করে।


শরীরে পানির ভারসাম্য বজায় রাখে : 
লেবুর রস মেশানো জল পান করলে স্বাদে ভিন্নতা আসে, ফলে অনেকেই স্বাভাবিকের তুলনায় বেশি পানি পান করেন। এতে শরীর হাইড্রেটেড থাকে।

কিভাবে এই পানীয় গ্রহণ করবেন?
একটি বড় আকারের লেবুর রস এক গ্লাস গরম বা ঘরের তাপমাত্রার পানিতে মিশিয়ে খালি পেটে পান করতে হবে। তবে যারা এসিড রিফ্লাক্স বা গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগছেন, তাদের এই পানীয় গ্রহণে সতর্কতা অবলম্বন করা উচিত।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

  • সর্বশেষ
  • জনপ্রিয়