শিরোনাম
◈ তারেক রহমানের জন্য বাসভবন, অফিস প্রস্তুত ◈ লাগেজ না খুলেই বিস্ফোরক শনাক্ত: বিমানবন্দরে বসছে ইটিডি মেশিন ◈ নির্বাচন পর্যবেক্ষণে মিশন মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ◈ হাদিকে গুলি, তদন্তে উঠে এলো আঁতকে ওঠার মতো তথ্য  ◈ মুসলিমদের ভোটাধিকার বঞ্চিত করতে ভারতে ভোটার তালিকা সংশোধন  ◈ হাদিকে হত্যাচেষ্টা: শ্যুটার ফয়সালের মা-বাবা গ্রেপ্তার ◈ বিজয় দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতির সংবর্ধনা ◈ সিঙ্গাপুরে হাদির চিকিৎসা: সর্বশেষ পরিস্থিতি জানালেন ভাই ওমর বিন হাদি ◈ ইউরোপযাত্রায় নৌকাডুবি: মাল্টার কাছে উদ্ধার ৫৯ বাংলাদেশিসহ ৬১ অভিবাসী ◈ হাদিকে হত্যাচেষ্টা: ব্যবহৃত মোটরসাইকেলের মালিকানা নিয়ে আদালতে নতুন তথ্য দিল কবির

প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০২৪, ০১:৪৭ রাত
আপডেট : ১৩ মে, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শীতে পা ফাটা থেকে রক্ষা পেতে কার্যকরী ৪ উপায়

শীতে ত্বকের নিতে হয় বাড়তি যত্ন। ত্বকের বাড়তি যত্ন নিলেও অনেক সময় আমরা পায়ে যত্ন নিতে অনিহা প্রকাশ করি। যার ফলাফল পা ফাটা। পা ফাটার পাশাপাশি আবার পা থেকে রক্তও বের হয়। যা একই সঙ্গে কষ্টকর ও বিরক্তিকর।

তবে, আমরা কি কখনো ভেবে দেখেছি আমরা পা বা গোড়ালি কেন ফাটে? শীতের সময় বাতাস অনেক শুষ্ক থাকে। যার ফলে আমাদের ত্বকও খুব দ্রুত শুষ্ক হয়ে যায়। বাতাসে আর্দ্রতার অভাবে পা ও গোড়ালি ফাটতে শুরু করে। এ ছাড়া ভিটামিনের অভাবেও গোড়ালি ফাটতে পারে।

পা ফাটা বা গোড়ালি ফাটার রোধের উপায় কী?রোধের উপায়-

১. কুসুম গরম পানিতে লেবুর রস ও শ্যাম্পু সে পানিতে পা ডুবিয়ে রাখুন। ১০ মিনিটের মত পা রেখে গোড়ালি ভালো মতো স্ক্রাব করুন। এত কিছুটা উপকার হবে।

২. ঝামা, পাথর বা পিউমিস পাথর দিয়ে পা ঘষে মরা চামড়া তুলে নিন। এরপর নারিকেল তেল মালিশ করতে পারেন।

৩. সমপরিমাণ গ্লিসারিন ও গোলাপজলের মিশ্রণ পায়ের ফাটা স্থানে সারা রাত লাগিয়ে রেখে দিন। গ্লিসারিন ত্বক নরম রাখে।

৪. দেহের চাহিদা অনুযায়ী প্রচুর পানি পান করতে হবে।

এ ছাড়াও কিছু বিষয় মাথায় রাখতে হবে। এ সময় খালি পায়ে হাঁটা যাবে না। পায়ে মোজা ও জুতা পরতে হবে। সে সঙ্গে তিদিন ঘুমাতে যাওয়ার আগে গরম পানি দিয়ে পা পরিষ্কার করে তাতে ময়েশ্চারাইজার এবং বডি লোশন ব্যবহার করে ঘুমাতে যেতে হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়