শিরোনাম
◈ ৩২ বছর পর হতে যাচ্ছে জাকসু নির্বাচন, তারিখ ঘোষণা ◈ মানবিক করিডর আসলে কী, বিশ্বের কোথায় কতটা কার্যকর? ◈ ভারত-পাকিস্তান যুদ্ধ কি আসন্ন, হুঙ্কার-পাল্টা হুঙ্কার ◈ ব্রাজিলের কোচ হওয়ার স্বপ্ন সফল হ‌লো না আনচেলত্তির, রিয়াল মা‌দ্রিদেই থাক‌তে হ‌চ্ছে ◈ বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন ◈ উপদেষ্টা আসিফের পদত্যাগ দাবিতে বিক্ষোভ, ব্যানার কেড়ে নেয়ায় ওসির গায়ে হাত তুলতে তেড়ে আসেন বিক্ষোভকারীরা (ভিডিও) ◈ আজ মহান মে দিবস ◈ নতুন আইন হচ্ছে র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে ◈ চলতি মাসে ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬০ কোটি ৭৬ লাখ ডলার ◈ মন্ত্রিপরিষদকে নির্বাচন কমিশনের ১২ প্রস্তাব

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২৫, ০৩:৩৭ দুপুর
আপডেট : ২৮ এপ্রিল, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জুতা খুলে নাকি জুতার ওপর দাঁড়িয়ে জানাজার নামাজ পড়বেন?

ইসলাম জীবন ও মৃত্যুর প্রতিটি পর্যায়ে শৃঙ্খলা আর পবিত্রতার প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করেছে। একজন মুসলিম ইন্তেকালের পর তার জানাজার আনুষ্ঠানিকতা সঠিকভাবে সম্পাদন করা সুন্নাহ। এর মধ্যে জানাজার নামাজ বিশেষভাবে উল্লেখযোগ্য।

মৃত্যু অবশ্যম্ভাবী। প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেন,

 প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। (সুরা আলে ইমরান ১৮৫)
 অনেকে জানতে চান, জানাজার নামাজ জুতা খোলে নাকি জুতার ওপরে দাঁড়িয়ে পড়বে?
 
এর উত্তরে ফুকাহায়ে কেরাম বলেন, জায়গা পাক হওয়া জানাজা নামাজের জন্যও শর্ত। যিনি জানাজার নামাজ পড়ছেন তার জুতা ও পায়ের নিচের মাটি উভয়টি যদি পবিত্র হয় তবে জুতা পরেও জানাজা নামাজ পড়া জায়েজ আছে।
 
 স্থান পবিত্র হলে জুতা খুলেও দাঁড়াতে পারবে। আর দাঁড়ানোর স্থান অথবা জুতার নিচে অপবিত্র হওয়ার আশঙ্কা থাকলে জুতা খুলে তার উপর দাঁড়িয়ে নামাজ পড়বে। কেননা জুতার উপর অংশ সাধারণত পাকই থাকে।
 
উল্লেখ্য, জুতার নিচের অংশ যেহেতু অপবিত্র হওয়ার আশঙ্কাই বেশি তাই মসজিদের বাইরে জানাজার নামাজ পড়লে জুতা পায়ে দিয়ে নামাজ না পড়াই উচিত। এক্ষেত্রে সতর্কতা হল, জুতা খুলে তার উপর দাঁড়ানো। (আলবাহরুর রায়েক ১/২৬৮; ফাতাওয়া হিন্দিয়া ১/৬২)

  • সর্বশেষ
  • জনপ্রিয়