শিরোনাম
◈ বিশ্বকাপ বাছাই‌য়ে আগামী জু‌নে চিলি ও কলম্বিয়ার মু‌খোমু‌খি আ‌র্জেন্টিনা ◈ পা‌কিস্তান সফ‌রের আ‌গে আরব আমিরাতের স‌ঙ্গে দু‌টি টি-‌টো‌য়ে‌ন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ ◈ উ‌য়েফা কনফারেন্স লিগে সুই‌ডিশ ক্লাব‌কে উ‌ড়ি‌য়ে দি‌লো চেলসি ◈ আজাদ কাশ্মীরের বাসিন্দাদের দুই মাসের খাবার মজুদের নির্দেশ ◈ দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরছেন জোবাইদা রহমান, নিরাপত্তা চেয়ে আইজিপিকে চিঠি ◈ যদি কিন্তু ছাড়াই আ.লীগকে নিষিদ্ধ করতে হবে : হাসনাত আব্দুল্লাহ ◈ অনিশ্চয়তায় ভারত ক্রিকেট দলের বাংলাদেশ সফর ◈ বিচার চলাকালীন আইন করে আ. লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে: নাইদ ইসলাম (ভিডিও) ◈ ফজলুর রহমানের বক্তব্য সরকার সমর্থন করে না: পররাষ্ট্র মন্ত্রণালয় ◈ আদানির বকেয়া উল্লেখযোগ্য পরিমাণ কমিয়েছে বাংলাদেশ

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০২৫, ০১:৫৬ দুপুর
আপডেট : ০১ মে, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নফল নামাজ ঘরে পড়ার বিধান

নফল নামাজ আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের  মাধ্যম। নিয়মিত নফল নামাজ ঈমানের দৃঢ়তা বৃদ্ধি করে, অন্তরকে পরিশুদ্ধ করে এবং আখিরাতে সফলতার জন্য প্রস্তুত করে।

ফরজ নামাজ জামাতে পড়ার প্রতি অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। আর সুন্নত ও নফল নামাজ ক্ষেত্রেবিশেষ ঘরে আদায়কে উত্তম বলা হয়েছে।

জাবির (রা.) থেকে বর্ণিত, নবী করিম (সা.) ইরশাদ করেছেন, ‘তোমাদের কেউ যখন মসজিদের (ফরজ) নামাজ আদায় করে, তখন সে যেন ঘরের জন্য (সুন্নত ও নফল) নামাজের একটি অংশ নির্দিষ্ট করে নেয়। কেননা তার নামাজের বরকতে আল্লাহ তাআলা তার ঘরে বরকত দান করেন।’
(মুসলিম, হাদিস : ১৮৫৮)

নফল নামাজ ঘরে আদায়ের দ্বারা ইখলাস বৃদ্ধি পায়। রিয়া ও আত্ম প্রদর্শনের সুযোগ কমে যায়।

ঘরবাড়ি আলোকিত হয়। ইবনে উমর (রা.) বলেন, ‘তোমাদের নামাজের কিছু অংশ তোমাদের ঘরে (আদায়ের জন্য) নির্ধারিত করবে এবং সেগুলোকে কবর বানাবে না।’ (মুসলিম, হাদিস : ১৬৯৩)

নফল নামাজ ঘরে পড়া শুধু ব্যক্তিগত ইবাদতের মান বাড়ায় না, বরং ঘরের পরিবেশকেও নুরানিয়ত বানায়। শান্তি ও বরকতে ভরিয়ে তোলে।

এতে পরিবারের অন্য সদস্যরাও ইবাদতে আগ্রহী হওয়ার সবক পায়। আবদুল্লাহ ইবনে সাদ (রা.) বলেন, আমি রাসুলুল্লাহ (সা.)-এর কাছে জিজ্ঞাসা করলাম, কোনটি উত্তম, আমার ঘরে সালাত আদায় করা অথবা মসজিদে? তিনি বলেন, তুমি কি দেখ না? আমার ঘর মসজিদের কত নিকটে? তা সত্ত্বেও মসজিদে সালাত আদায় করার চাইতে আমার ঘরে সালাত আদায় করা আমার নিকট অধিক প্রিয়। তবে ফরজ সালাত ছাড়া।
(ইবনে মাজাহ, হাদিস : ১৩৭৮)

ফরজ নামাজ যদি গ্রহণযোগ্য কোনো ওজরের কারণে বসে পড়া হয় তাহলে পূর্ণ সওয়াব পাওয়া যাবে। কিন্তু নফল নামাজের ক্ষেত্রে দাঁড়িয়ে পড়া উত্তম।

আর যদি কেউ স্বেচ্ছায় বসে পড়ে তার সওয়াব অর্ধেক হয়।

ইমরান ইবনে হুসাইন (রা.) থেকে বর্ণিত, তিনি ছিলেন অর্শ রোগী, তিনি বলেন, আমি রাসুল (সা.)-কে বসে নামাজ‌ আদায় করা সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তিনি বলেন, যদি কেউ দাঁড়িয়ে নামাজ আদায় করে তবে তা-ই উত্তম। আর যে ব্যক্তি বসে নামাজ আদায় করবে, তার জন্য দাঁড়িয়ে নামাজ আদায়কারীর অর্ধেক সওয়াব আর যে শুয়ে আদায় করবে তার জন্য বসে আদায়কারীর অর্ধেক সওয়াব। (বুখারি, হাদিস : ১০৪৯) বিডি-প্রতিদিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়