শিরোনাম
◈ ২ কৃষককে ফেরত পাওয়ায় ২ ভারতীয়কে ছেড়ে দিল বিজিবি (ভিডিও) ◈ ইসরায়েলি ড্রোন হামলায় গাজামুখী ত্রাণবাহী জাহাজ ক্ষতিগ্রস্ত, মাল্টার জলসীমা থেকে কর্মী উদ্ধার ◈ কাশ্মীর হামলার পর পাকিস্তানকে ঋণ দেওয়া নিয়ে আইএমএফকে সতর্ক করল ভারত ◈ বিহারে স্কুলের মিড-ডে মিলে মৃত সাপ, শতাধিক শিশু অসুস্থ! ◈ অর্থ সংকটে নভোএয়ারের ফ্লাইট চলাচল বন্ধ, ভবিষ্যৎ অনিশ্চিত! ◈ বিশ্বকাপ বাছাই‌য়ে আগামী জু‌নে চিলি ও কলম্বিয়ার মু‌খোমু‌খি আ‌র্জেন্টিনা ◈ পা‌কিস্তান সফ‌রের আ‌গে আরব আমিরাতের স‌ঙ্গে দু‌টি টি-‌টো‌য়ে‌ন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ ◈ উ‌য়েফা কনফারেন্স লিগে সুই‌ডিশ ক্লাব‌কে উ‌ড়ি‌য়ে দি‌লো চেলসি ◈ আজাদ কাশ্মীরের বাসিন্দাদের দুই মাসের খাবার মজুদের নির্দেশ ◈ দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরছেন জোবাইদা রহমান, নিরাপত্তা চেয়ে আইজিপিকে চিঠি

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০২৫, ০৭:২৮ বিকাল
আপডেট : ৩০ এপ্রিল, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার ঢাকায় হবে আজহারীর মাহফিল , চলছে প্রস্তুতি

জনপ্রিয় ইসলামিক আলোচক ড. মিজানুর রহমান আজহারী এবার রাজধানী ঢাকায় তাফসির মাহফিলে অংশ নিতে যাচ্ছেন। আগামী ৮ ফেব্রুয়ারি ঢাকার নবাবগঞ্জের বারুয়াখালী মাহফিল ময়দানে তিনি প্রধান বক্তা হিসেবে তাফসির পেশ করবেন। এ উপলক্ষে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।

জানা যায়, এ মাহফিল ঘিরে বিশাল প্রস্তুতি ও আয়োজন করেছে আয়োজকরা। বারুয়াখালী মাহফিল ময়দানে অনুষ্ঠিতব্য ২৮তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলে ড. মিজানুর রহমান আজহারীর পাশাপাশি প্রধান অতিথি থাকবেন খন্দকার আবু আশফাক ও সভাপতিত্ব করবেন মো. শাহজাহান শিকদার।

 মাহফিলের জন্য বিশাল মঞ্চ প্রস্তুত করা হয়েছে। বিশাল প্যান্ডেলের সামনে শ্রোতাদের জন্য বড় পরিসরে শামিয়ানা টানানো হয়েছে। এছাড়া, অজুখানা নির্মাণ করা হয়েছে প্রায় অর্ধ কিলোমিটার এলাকাজুড়ে, যাতে উপস্থিত ধর্মপ্রাণ মুসল্লিরা সুবিধা পান।
 
 দেশে ফেরার পর এটি আজহারীর সপ্তম মাহফিল। গত বছরের ২৭ ডিসেম্বর কক্সবাজারের পেকুয়ায় মিজানুর রহমান আজহারীর প্রথম তাফসির মাহফিল অনুষ্ঠিত হয়, যেখানে তার আগমনের খবরে মানুষের ঢল নামে।
 
এরপর তিনি দেশের বিভিন্ন স্থানে মাহফিলে অংশ নেন। যশোর, লালমনিরহাট, সিলেট, পটুয়াখালী এবং চট্টগ্রামের প্যারেড গ্রাউন্ডে মাহফিল করেছেন তিনি। ঢাকার নবাবগঞ্জে অনুষ্ঠিতব্য মাহফিলটি তার দেশে ফেরার পর সপ্তম আয়োজন। ধর্মপ্রাণ মুসলমানদের জন্য এটি একটি বিশেষ আয়োজন হতে যাচ্ছে, যেখানে হাজারো মানুষ অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে। উৎস: সময়নিউজটিভি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়