শিরোনাম
◈ ৩২ বছর পর হতে যাচ্ছে জাকসু নির্বাচন, তারিখ ঘোষণা ◈ মানবিক করিডর আসলে কী, বিশ্বের কোথায় কতটা কার্যকর? ◈ ভারত-পাকিস্তান যুদ্ধ কি আসন্ন, হুঙ্কার-পাল্টা হুঙ্কার ◈ ব্রাজিলের কোচ হওয়ার স্বপ্ন সফল হ‌লো না আনচেলত্তির, রিয়াল মা‌দ্রিদেই থাক‌তে হ‌চ্ছে ◈ বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন ◈ উপদেষ্টা আসিফের পদত্যাগ দাবিতে বিক্ষোভ, ব্যানার কেড়ে নেয়ায় ওসির গায়ে হাত তুলতে তেড়ে আসেন বিক্ষোভকারীরা (ভিডিও) ◈ আজ মহান মে দিবস ◈ নতুন আইন হচ্ছে র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে ◈ চলতি মাসে ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬০ কোটি ৭৬ লাখ ডলার ◈ মন্ত্রিপরিষদকে নির্বাচন কমিশনের ১২ প্রস্তাব

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২৪, ০৩:২১ দুপুর
আপডেট : ২৬ এপ্রিল, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নবীজির নির্মিত প্রথম মসজিদে এ বছর প্রায় ২ কোটি মুসল্লির নামাজ আদায়

ইসলাম ধর্ম প্রবর্তনের পর তৈরি করা প্রথম মসজিদ ‘মসজিদে কুবায়’ এ বছরের শুরু থেকে এখন পর্যন্ত প্রায় ২ কোটি মুসল্লি নামাজ আদায় করেছেন। মসজিদ কর্তৃপক্ষের বরাতে গতকাল শুক্রবার এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম গালফ নিউজ।

মক্কা থেকে মদিনায় হিজরতের পর সপ্তম শতকে মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) মসজিদটি তৈরি করেছিলেন। নবীর হাতে গড়া ইসলাম ধর্মের প্রথম মসজিদটিতে নামাজ আদায় করতে প্রতিদিন মদিনায় ছুটে যান হাজার হাজার মুসল্লি।

বর্তমানে মসজিদ ও এটির আশপাশের পরিধি বাড়াতে সংস্কার কাজ চালানো হচ্ছে। ২০২২ সালে এই কাজ শুরু হয়। কাজ শেষ হওয়ার পর এখানে একসঙ্গে ৬৬ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। সৌদির বার্তাসংস্থা এসপিএ-এর তথ্য অনুযায়ী, বর্তমানে মসজিদটির পরিধি যতটা রয়েছে সংস্কার শেষে এটি ১০ গুণ বৃদ্ধি পাবে।

বর্তমানে মসজিদটিতে বিছানো আছে ৮ হাজার স্কয়ার মিটার নতুন কার্পেট। এছাড়া এখানে ৯৮ হাজার লিটার জমজমের পানি মজুদ রাখার ব্যবস্থাও আছে।

পবিত্র মক্কায় ওমরাহ পালন শেষে বেশিরভাগ মুসল্লি মদিনায় যান। সেখানে মসজিদে নববী ছাড়াও মসজিদে কুবায় নামাজ আদায় করতে যান তারা।

সূত্র: গালফ নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়