শিরোনাম
◈ প্রবাসীদের সুখবর দিলো ইসি ◈ সাবেক সিইসি রকিবউদ্দীনসহ ১২ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ◈ তারেক রহমানই হবেন বিএনপির প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির ◈ বিকালে চাঁদাবাজি নিয়ে লাইভ, রাতে প্রকাশ্যে সাংবাদিককে কুপিয়ে হত্যা ◈ দেশে প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন চুক্তি সই ◈ রামগতিতে মাছ ধরার নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৪ জেলে দগ্ধ ◈ চালকের ঘুমে প্রাণ গেল ৭ জনের, এখনো গ্রেপ্তার হয়নি অভিযুক্ত চালক ◈ বিএনপি যুগপৎ আন্দোলনের সমমনা দলগুলোকে নিয়ে নির্বাচনে যাওয়ার ইঙ্গিত দিলেন সালাহউদ্দিন আহমদ (ভিডিও) ◈ ‌‘এনসিপি নেতাদের ‘কক্সবাজার ভ্রমণ’ নিয়ে মনে সন্দেহ জেগেছে’ (ভিডিও) ◈ এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের তথ্য চেয়ে জরুরি নির্দেশনা মাউশির

প্রকাশিত : ০৬ আগস্ট, ২০২৫, ১২:৫৭ দুপুর
আপডেট : ০৮ আগস্ট, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

অস্ত্রভান্ডার শ‌ক্তিশালী কর‌তে শতাধিক ব্রহ্মস ‌ক্ষেপণাস্ত্র ও ড্রোন কিনবে ভারত! ৬৭,০০০ কোটি টাকার চুক্তিতে অনুমোদন

এল আর বাদল : আরও শক্তিশালী হতে চলেছে ভারতের অস্ত্রভান্ডার। ভারতীয় সেনার জন্য আরও উন্নতমানের ড্রোন এবং ব্রহ্মস ক্ষেপণাস্ত্র কেনার পরিকল্পনা চূড়ান্ত করে ফেলল প্রতিরক্ষা মন্ত্রণালয়। অস্ত্র কেনা এবং রক্ষণাবেক্ষণের জন্য ৬৭ হাজার কোটি টাকার চুক্তিতে প্রাথমিক অনুমোদন দিয়েছে রাজনাথ সিংহের মন্ত্রণালয়।

মঙ্গলবার রাজনাথের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের বৈঠকে বসেছিল প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয় সংক্রান্ত সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী কমিটি (ডিফেন্স অ্যাকিউজিশন কাউন্সিল বা ডিজিসি)। সেই বৈঠকে ঠিক হয়, ৮৭টি সশস্ত্র ড্রোন কেনা হবে।  ----- আনন্দবাজার

এই ড্রোনের জন্য বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি করবে একটি ভারতীয় প্রতিরক্ষা কোম্পানি। সেই ড্রোনগুলি তৈরি হবে ৬০ শতাংশ দেশীয় উপকরণ দিয়ে। মাঝারি-পাল্লার দীর্ঘ সহনশীলতা (ম্যাল) সম্পন্ন এই সশস্ত্র ড্রোনগুলি ভারতের জন্য খুবই গুরত্বপূর্ণ বলে মনে করছেন সামরিক বিশেষজ্ঞেরা।

বর্তমানে যে কোনও যুদ্ধ বা সংঘাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ড্রোন। তার চাহিদাও বাড়ছে দিনে দিনে। ‘অপারেশন সিঁদুর’-এর সময় এই সশস্ত্র ড্রোনের প্রয়োজনীয়তা বুঝেছে ভারতের তিন সেনাবাহিনীই। ভারতের সশস্ত্র বাহিনীর আশা, নতুন ম্যাল ড্রোন আরও উন্নতমানের হবে, যা শত্রুর ঘাঁটিতে হামলা করে ফিরে আসবে! এই ধরনের ৮৭টি ড্রোন কিনতে ভারতের খরচ পড়বে প্রায় ২০ হাজার কোটি টাকা, এমনই জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রণাল‌য়ের এক উচ্চপদস্থ কর্মকর্তা। তিনি আরও জানান, আর এই সব ড্রোন কেনার পর ১০ বছর রক্ষণাবেক্ষণের জন্য আরও ১১ হাজার কোটি টাকা খরচ হবে।

শুধুমাত্র ড্রোন নয়, ভারত আরও ব্রহ্মস ক্ষেপণাস্ত্র কেনারও পরিকল্পনা করেছে। দুনিয়ার দ্রুততম ক্রুজ় ক্ষেপণাস্ত্রগুলির মধ্যে অন্যতম হল ব্রহ্মস। রাশিয়ার সঙ্গে যৌথ উদ্যোগে এই সুপারসনিক ক্রুজ় ক্ষেপণাস্ত্রটি তৈরি করেছেন এ দেশের প্রতিরক্ষা গবেষকেরা। এর চারটি মূল শ্রেণি রয়েছে। যুদ্ধজাহাজ, ডুবোজাহাজ, যুদ্ধবিমান এবং স্থলবাহিনীর লঞ্চার থেকে শত্রুর উপর ‘ব্রহ্মস’ ছুড়তে পারে সেনা। ক্ষেপণাস্ত্রটির নকশা তৈরিতে হাত রয়েছে দেশের প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিআরডিও (ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজ়েশন) এবং মস্কোর এনপিও মাশিনোস্ট্রোয়েনিয়ার। ভারত এখন আরও ১১০টি বেশি ব্রহ্মস অস্ত্রভান্ডারে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। তাতে অনুমোদন দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রনালয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়