ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে অসুস্থ হয়েছেন।
রোববার (২০ জুলাই) প্রধানমন্ত্রীর দফতরের এক বিবৃতিতে জানানো হয়, নেতানিয়াহু বর্তমানে চিকিৎসাধীন এবং পরবর্তী তিনদিন নিজ বাসভবনে বিশ্রামে থাকবেন। তবে এ সময় রাষ্ট্রীয় দায়িত্ব পালন অব্যাহত থাকবে।
বিবৃতিতে বলা হয়, ৭৫ বছর বয়সী নেতানিয়াহু শনিবার দিবাগত রাতে অসুস্থ হয়ে পড়েন। পরে পরীক্ষায় দেখা যায় তিনি অন্ত্রের প্রদাহ ও পানিশূন্যতায় ভুগছেন। এজন্য তাকে শরীরে স্যালাইন (IV fluid) দেওয়া হচ্ছে।
প্রধানমন্ত্রীর দফতর আরও জানায়, “চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী প্রধানমন্ত্রী আগামী তিনদিন বাসায় বিশ্রামে থাকবেন এবং সেখান থেকেই রাষ্ট্রীয় কাজ পরিচালনা করবেন।”
উল্লেখ্য, ২০২৩ সালে নেতানিয়াহুর শরীরে পেসমেকার বসানো হয়। এরপর গত ডিসেম্বর মাসে মূত্রনালির সংক্রমণের কারণে তার প্রস্টেট অপসারণ করা হয়। সূত্রঃ রয়টার্স