শিরোনাম
◈ বৃটেনে বাংলাদেশি প্রভাবশালীদের সম্পত্তি লেনদেন নিয়ে গার্ডিয়ানের বিস্ফোরক প্রতিবেদন ◈ জামায়াতের সমাবেশে বাংলাদেশে নতুন রাজনৈতিক মেরুকরণের বার্তা ◈ এনসিপির নিবন্ধনে ঘাটতি: ৩ আগস্টের মধ্যে সংশোধনের সময় দিয়েছে ইসি ◈ ট্রাম্পের ক্ষোভে ওয়াল স্ট্রিট জার্নাল, মামলা ১০ বিলিয়ন ডলারের ◈ নারী সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কাকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে শিরোপার দ্বারপ্রান্তে বাংলাদেশ ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনা: ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষণ ও ভূ-রাজনৈতিক উদ্বেগ ◈ রাজধানীর পল্লবীতে বাসে আগুন দিল দুর্বৃত্তরা ◈ ব্রহ্মপুত্রে চীনের দৈত্যাকার বাঁধ: ভারত ও বাংলাদেশের উদ্বেগ উপেক্ষা করেই প্রকল্পের উদ্বোধন ◈ জাতীয় মানবাধিকারের নামে সমকামিতার অফিস করতে দিবো না: মামুনুল হক ◈ মির্জা ফখরুলের ভাইয়ের ওপর হামলার প্রধান আসামি গ্রেফতার

প্রকাশিত : ২০ জুলাই, ২০২৫, ০১:৫১ রাত
আপডেট : ২০ জুলাই, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌদিতে ৭ দিনে ২৩ হাজার বিদেশি আটক: আবাসন, শ্রম ও সীমান্ত আইনের কঠোর অভিযান

সৌদি আরবে আবাসন, শ্রম এবং সীমান্ত নিরাপত্তা–সংক্রান্ত আইন লঙ্ঘনের দায়ে গত এক সপ্তাহে ২৩ হাজারের বেশি বিদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির কর্তৃপক্ষ।

শনিবার (১৯ জুলাই) সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির ইংরেজি দৈনিক সৌদি গেজেট এ তথ্য জানিয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ১০ থেকে ১৬ জুলাই পর্যন্ত দেশজুড়ে অভিযান চালানো হয়। এ সময় মোট ২৩ হাজার ১৬৭ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ১৪ হাজার ৫২৫ জন আবাসিক আইন, ৫ হাজার ৫১১ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ৩ হাজার ১৩১ জন শ্রম আইন ভঙ্গের অভিযোগে আটক হন।

এ ছাড়া অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের দায়ে আরও ১ হাজার ৫৯৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ৬৯ শতাংশ ইথিওপীয়, ৩০ শতাংশ ইয়েমেনি এবং বাকি ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।

অন্যদিকে, সৌদি আরব থেকে অন্য দেশে পালানোর চেষ্টা করার সময় ৪১ জনকে এবং অবৈধ পরিবহন ও আশ্রয় দেওয়ার দায়ে ২২ জনকে আটক করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে ১৬ হাজার ৪৪১ জনের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে। তাদের মধ্যে ১৪ হাজার ২৫৫ জন পুরুষ এবং ২ হাজার ১৮৬ জন নারী।

অভিযুক্তদের মধ্যে ৮ হাজার ৬২২ জনকে নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে ভ্রমণ নথিপত্র প্রস্তুতের জন্য। ৩ হাজার ৩৯৩ জনকে ফেরত পাঠানোর প্রস্তুতির অংশ হিসেবে তাদের আবাসস্থলে স্থানান্তর করা হয়েছে। ইতিমধ্যে ১০ হাজার ৫৮৭ জনকে সৌদি আরব থেকে বহিষ্কার করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, কেউ যদি অবৈধভাবে বিদেশিদের সৌদি আরবে প্রবেশে সহায়তা করে, আশ্রয় দেয় বা পরিবহন করে, তাহলে তার সর্বোচ্চ ১৫ বছর কারাদণ্ড, ১০ লাখ সৌদি রিয়াল জরিমানা এবং সম্পত্তি ও যানবাহন জব্দের বিধান রয়েছে।

আইন ভঙ্গ বা সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে মক্কা ও রিয়াদ অঞ্চল থেকে অভিযোগ জানাতে বলা হয়েছে ৯১১ নম্বরে। অন্য অঞ্চল থেকে অভিযোগ জানানো যাবে ৯৯৯ বা ৯৯৬ নম্বরে।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়