শিরোনাম
◈ সচিবালয় ও যমুনার আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ ◈ মুন্সীগঞ্জ লঞ্চে দুই তরুণীকে প্রকাশ্যে মারধর, ভিডিও ভাইরাল! ◈ পাকিস্তান উচ্চ-গতির মিসাইল ব্যবহার করছে, বলল ভারত ◈ শেখ হাসিনাকে ফেরাতে ইন্টারপোলের মাধ্যমে চেষ্টা চলছে: স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ পাকিস্তানের সঙ্গে সংঘাত : ভারতের ৩২ বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ ঘোষণা ◈ এবার সাইবার হামলায় ভারতের ৭০ শতাংশ বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা অচল ◈ পাকিস্তানের গোলায় ভারতীয় কর্মকর্তার মৃত্যু ◈ শাহবাগ ছাড়া ঢাকা বা সারাদেশের হাইওয়েগুলোতে ব্লকেড দেবেন না: হাসনাত ◈ শাহবাগে চলছে ছাত্র-জনতার গণজমায়েত: আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে উত্তাল রাজধানী ◈ পাকিস্তানের ‘অপারেশন বুনইয়ানুম মারসৌস’ নাম কোরআনের আয়াত থেকে নেয়া, এর অর্থ যা জানাগেল

প্রকাশিত : ১০ মে, ২০২৫, ১০:১১ দুপুর
আপডেট : ১০ মে, ২০২৫, ০২:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের ক্ষেপণাস্ত্র সংরক্ষণ কেন্দ্র ধ্বংস করে দিলো পাকিস্তান!

পাকিস্তানের ফেডারেল সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, এই সময়ে ভারতের বেশ কয়েকটি স্থানে হামলা চলমান রয়েছে। এই হামলায় ভারতের উধমপুরের একটি এবং পাঠানকোটের একটি বিমানঘাঁটি ধ্বংস করা হয়েছে।

পাকিস্তান ‘অপারেশন বুনিয়ান-উন-মারসুস’ নামের এক অপারেশনে ভারতের ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র সংরক্ষণ কেন্দ্র ধ্বংস করেছে দাবি করা হয়েছে। পাকিস্তানের রাষ্ট্রীয় গণমাধ্যমে এই দাবি করেছে।

বার্তা সংস্থা এপি বলছে, ‘পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে যে, তারা একটি ভারতীয় ক্ষেপণাস্ত্র সংরক্ষণ কেন্দ্র এবং বিমানঘাঁটি লক্ষ্যবস্তু করে হামলা চালিয়েছে।’ তবে হামলাটি সফল ছিল কিনা; অর্থ্যাৎ ভারতীয় ক্ষেপণাস্ত্র সংরক্ষণ কেন্দ্র ধ্বংস করতে পেরেছে কিনা সেটি এপির প্রতিবেদনে নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে, পাকিস্তানের লাগাতার পাল্টা হামলায় ভারতের বেশ কিছু সামরিক ক্যাম্প আঘাতপ্রাপ্ত হয়েছে। ভারত এই বিষয়টি স্বীকারও করছে। তবে পাল্টা হামলায় পাকিস্তানকে কঠোর জবাব দেওয়া হচ্ছে বলেও জানাচ্ছে ভারত।

নিরাপত্তা সূত্র জিও নিউজকে জানিয়েছে, অভিযানের অংশ হিসেবে ভারত জুড়ে একাধিক কৌশলগত লক্ষ্যবস্তুতে অভিযান চালানো হচ্ছে। প্রাথমিক পর্যায়ে বিয়াসে অবস্থিত একটি ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র ভাণ্ডার সফলভাবে ধ্বংস করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়