শিরোনাম
◈ বৃটেনে বাংলাদেশি প্রভাবশালীদের সম্পত্তি লেনদেন নিয়ে গার্ডিয়ানের বিস্ফোরক প্রতিবেদন ◈ জামায়াতের সমাবেশে বাংলাদেশে নতুন রাজনৈতিক মেরুকরণের বার্তা ◈ এনসিপির নিবন্ধনে ঘাটতি: ৩ আগস্টের মধ্যে সংশোধনের সময় দিয়েছে ইসি ◈ ট্রাম্পের ক্ষোভে ওয়াল স্ট্রিট জার্নাল, মামলা ১০ বিলিয়ন ডলারের ◈ নারী সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কাকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে শিরোপার দ্বারপ্রান্তে বাংলাদেশ ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনা: ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষণ ও ভূ-রাজনৈতিক উদ্বেগ ◈ রাজধানীর পল্লবীতে বাসে আগুন দিল দুর্বৃত্তরা ◈ ব্রহ্মপুত্রে চীনের দৈত্যাকার বাঁধ: ভারত ও বাংলাদেশের উদ্বেগ উপেক্ষা করেই প্রকল্পের উদ্বোধন ◈ জাতীয় মানবাধিকারের নামে সমকামিতার অফিস করতে দিবো না: মামুনুল হক ◈ মির্জা ফখরুলের ভাইয়ের ওপর হামলার প্রধান আসামি গ্রেফতার

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২৫, ০৬:৪৫ বিকাল
আপডেট : ০৮ জুলাই, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্র নাকি চীন, অর্থনৈতিক ও সামরিক শক্তিতে কে এগিয়ে?

বাণিজ্যযুদ্ধকে কেন্দ্র করে ফের আলোচনায় বিশ্বের দুই ক্ষমতাধর দেশ চীন ও যুক্তরাষ্ট্র। সাম্প্রতিক সময়ে দেশ দুটি একে অপরকে নানাভাবে হুমকি দিচ্ছে। যার প্রভাব পড়ছে বিশ্বজুড়ে।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে যুক্তরাষ্ট্র বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশ হয়। যার মোট দেশজ উৎপাদন ২৯ ট্রিলিয়ন ডলারেরও বেশি। এরপরই চীনের অবস্থান। দেশটির মোট দেশজ উৎপাদন ১৮ ট্রিলিয়ন ডলারেরও বেশি।

অন্যদিকে ২০২৪ সালে চীন ছিল বিশ্বের বৃহত্তম পণ্য রপ্তানিকারক। যার মোট পরিমাণ ছিল ৩ দশমিক ৬ ট্রিলিয়ন ডলার এবং যুক্তরাষ্ট্র বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি আমদানি করে। যার পরিমাণ ৩ দশমিক ৪ ট্রিলিয়ন ডলার।

পণ্যের ক্ষেত্রে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের একটি বড় বাণিজ্য ঘাটতি রয়েছে, যা ২০২৪ সালে ৩৫৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

এদিকে প্রতিরক্ষাখাতে বিশ্বের বৃহত্তম ব্যয়কারী দেশ হলো যুক্তরাষ্ট্র। ২০২৩ সালে যুক্তরাষ্ট্র এখাতে ৯১৬ বিলিয়ন ডলার বরাদ্দ করেছিল, যা চীনের চেয়ে তিনগুণ বেশি। কারণ চীনের বরাদ্দ ছিল ২৯৬ বিলিয়ন ডলার।

বিশ্বের প্রায় ৯০ শতাংশ পারমাণবিক অস্ত্র যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার কাছে। এই দুই দেশের কাছে পাঁচ হাজারটির বেশি অস্ত্র আছে, যা চীনের চেয়ে অনেক বেশি। অর্থাৎ চীনের কাছে ১০ গুণ কম পারমাণবিক অস্ত্র আছে। সূত্র: এএফপি

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়