শিরোনাম
◈ ৩২ বছর পর হতে যাচ্ছে জাকসু নির্বাচন, তারিখ ঘোষণা ◈ মানবিক করিডর আসলে কী, বিশ্বের কোথায় কতটা কার্যকর? ◈ ভারত-পাকিস্তান যুদ্ধ কি আসন্ন, হুঙ্কার-পাল্টা হুঙ্কার ◈ ব্রাজিলের কোচ হওয়ার স্বপ্ন সফল হ‌লো না আনচেলত্তির, রিয়াল মা‌দ্রিদেই থাক‌তে হ‌চ্ছে ◈ বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন ◈ উপদেষ্টা আসিফের পদত্যাগ দাবিতে বিক্ষোভ, ব্যানার কেড়ে নেয়ায় ওসির গায়ে হাত তুলতে তেড়ে আসেন বিক্ষোভকারীরা (ভিডিও) ◈ আজ মহান মে দিবস ◈ নতুন আইন হচ্ছে র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে ◈ চলতি মাসে ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬০ কোটি ৭৬ লাখ ডলার ◈ মন্ত্রিপরিষদকে নির্বাচন কমিশনের ১২ প্রস্তাব

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২৫, ০২:৪২ দুপুর
আপডেট : ৩০ এপ্রিল, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পটকা বানানোর সময় বিস্ফোরণে ভারতে একই পরিবারের ৭ জন নিহত

ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনায় পাথরপ্রতিমা এলাকায় পটকা বানানোর সময় বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে ৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চার শিশু রয়েছে।

আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন একজন।  
সোমবার (৩১ মার্চ) পাথরপ্রতিমার ঢোলাহাট থানার রায়পুরের তৃতীয় ঘেরি এলাকার বণিক পরিবারে এই র্দুঘটনা ঘটে।  

দুর্ঘটনায় নিহতরা হলেন - অরবিন্দ বণিক (৬৫), তার মা প্রভাবতী বণিক (৮০) , পুত্রবধূ সান্ত্বনা বণিক (২৮), দুই ছেলের চার সন্তান - অর্ণব বণিক (৯) ও অস্মিতা বণিক (৮ মাস), আনুষ্কা বণিক (৬ মাস) এবং অঙ্কিত বণিক (৬ মাস)।

পুলিশ সূত্রে খবর, সোমবার রাত সাড়ে ৯টা নাগাদ বিকট শব্দে কেঁপে ওঠে এলাকাটি। কিছুক্ষণ পর স্থানীয়রা আগুন ও ধোয়া দেখতে পান ওই বাড়িতে। আগুন নেভাতে দ্রুত ছুটে আসেন তারা। আগুন নেভানোর সময় আবার কয়েকটি বিস্ফোরণ ঘটে। বাড়িতেই পটকা মজুত ছিল। সেগুলো আবারও বিস্ফোরিত হয়। গ্যাস সিলিন্ডার ছিল একটি কক্ষে, সেটিও বিস্ফোরণ হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বংশ পরম্পরায় দীর্ঘ দিন ধরেই পটকা বানাত ওই বণিক পরিবার। চন্দ্রকান্ত বণিক এবং তুষার বণিক দুই ভাইয়ের পরিবার এটি। তাদের পরিবারে মোট ১১ জন সদস্য। পটকা তৈরির লাইসেন্স রয়েছে তাদের।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়