শিরোনাম
◈ নুর ইস্যুতে গণঅধিকার পরিষদের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ◈ কঠিন সমীকরণের সামনে বাংলাদেশ সুপার ফোরে যেতে ◈ গত অর্থবছরে ব্যয় সংকোচনে সরকারের ৫৬৮৯ কোটি টাকা সাশ্রয় ◈ মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য: প্রধান উপদেষ্টা ◈ যাবজ্জীবন সাজার মেয়াদ কমাতে চায় সরকার ◈ ঢাকার সঙ্গে দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ বন্ধ ◈ মার্কিন বাণিজ্য প্রতিনিধিদল ঢাকা আসছে আজ ◈ চীনা দূতাবাস কর্মকর্তাদের দক্ষিণ এশিয়ায় হস্তক্ষেপের অভিযোগ, ভারতকে সতর্ক থাকার আহ্বান তিব্বতের সাবেক প্রধানমন্ত্রী সাংয়ের ◈ সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, সেই ফারিয়াসহ তিনজন কারাগারে ◈ ক্যালিফোর্নিয়ায় সোশ্যাল মিডিয়া ব্যবহারে তামাকের মতো সতর্কবার্তা প্রদর্শনের বিল অনুমোদন

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২৫, ১০:১৩ রাত
আপডেট : ০৫ জুলাই, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোটচাঁদপুরে ট্রেনের ধাক্কায় প্রাণ গেলো রাতে মাটি বহনকারী ট্রাক্টর চালকের 

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কোটচাঁদপুরে ট্রেনের ধাক্কায় হুসাইন ওরফে ভোলা (২০) নামে ট্রাক্টরের চালক নিহত হয়েছে। এতে দুমড়ে মুচড়ে গেছে ট্রাক্টরটি। শুক্রবার রাত ১২ টার দিকে কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর রেল স্টেশনের ২’শ গজ দুরে সোয়াদী গ্রামের রেলগেটে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার রাত ১২ টার দিকে সোয়াদী গ্রাম থেকে ট্রাক্টরের ট্রলিতে করে মাটি নিয়ে সাফদারপুরে দিকে যাচ্ছিলো চালক হুসাইন।সেসময় সোয়াদী গ্রামের রেল গেট পার হওয়ার সময় রেললাইনের উপর ট্রাক্টরটি বিকল হয়ে যায়। এসময় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি ট্রাক্টরটিকে ধাক্কা দেয়। এতে মুচড়ে যায় বিকল হয়ে থাকা ট্রাক্টর, আর ঘটনাস্থলেই মৃত্যু হয় চালক হুসাইনের। নিহত চালক হুসাইন হলেন চুয়াডাঙ্গা জেলার  দর্শনা থানার গয়েরপুর গ্রামের আতিয়ার রহমানের ছেলে।
তবে এলাকাবাসীর অভিযোগ গেটম্যান ডিউটিতে না থাকার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।

কোটচাঁদপুর রেল স্টেশন মাস্টার গোলাম রসুল বলেন, লাইন ক্লিয়ার দিয়ে ট্রেন ছাড়া কিছুক্ষণ পরে একটি বিকট শব্দ শুনতে পাই। শব্দ শুনে স্থানীয় মানুষ জড়ো হতে থাকে আমরাও গিয়ে দেখি দুর্ঘটনা কবলিত হয়েছে ট্রাক্টর আর ট্রেন। সেখানেই ট্র্যাক্টার চালকের মৃত্যু হয়। ঘটনাটি রেলে পুলিশকে অবগত করা হয়েছে। যশোর রেলওয়ে পুলিশের সাব ইন্সপেক্টর মনিতোষ কুমার জানান, মাটি বোঝায় একটি ট্রাক্টর রেললাইন পার হাওয়ার সময় রাতে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ট্র্যাক্টর চালকের মৃত্যু হয়েছে। মৃত দেহ উদ্ধার করা হয়েছে। খুলনা রেলওয়ে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়