শিরোনাম
◈ ৩২ বছর পর হতে যাচ্ছে জাকসু নির্বাচন, তারিখ ঘোষণা ◈ মানবিক করিডর আসলে কী, বিশ্বের কোথায় কতটা কার্যকর? ◈ ভারত-পাকিস্তান যুদ্ধ কি আসন্ন, হুঙ্কার-পাল্টা হুঙ্কার ◈ ব্রাজিলের কোচ হওয়ার স্বপ্ন সফল হ‌লো না আনচেলত্তির, রিয়াল মা‌দ্রিদেই থাক‌তে হ‌চ্ছে ◈ বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন ◈ উপদেষ্টা আসিফের পদত্যাগ দাবিতে বিক্ষোভ, ব্যানার কেড়ে নেয়ায় ওসির গায়ে হাত তুলতে তেড়ে আসেন বিক্ষোভকারীরা (ভিডিও) ◈ আজ মহান মে দিবস ◈ নতুন আইন হচ্ছে র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে ◈ চলতি মাসে ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬০ কোটি ৭৬ লাখ ডলার ◈ মন্ত্রিপরিষদকে নির্বাচন কমিশনের ১২ প্রস্তাব

প্রকাশিত : ২০ মার্চ, ২০২৫, ০৪:৫৭ দুপুর
আপডেট : ২৯ এপ্রিল, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‌‘ইসরায়েলের কাছে মানবতার কোনো মূল্য নেই’

ফিলিস্তিনের গাজা উপত্যকায় এক রাতে নারী ও শিশুসহ চার শতাধিক মানুষকে হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন ভারতের কংগ্রেসের নেত্রী ও সংসদ সদস্য প্রিয়াঙ্কা গান্ধী। ইসরায়েলের এই বর্বরতাকে ‘ঠাণ্ডা মাথায় খুন’ বলে উল্লেখ করেছেন তিনি।

বুধবার কংগ্রেসের এই সংসদ সদস্য দাবি করেছেন, ইসরায়েলের কর্মকাণ্ড প্রমাণ করে যে, তাদের কাছে মানবতার কোনো মূল্য নেই। তিনি বলেন, ‘ইসরায়েল সরকারের চার শতাধিক নিরীহ বেসামরিক নাগরিকের ঠাণ্ডা মাথায় হত্যা প্রমাণ করে যে, তাদের কাছে মানবতা কোনো মূল্য রাখে না।’ তিনি আরও বলেন, ‘যত বেশি অপরাধমূলক কাজ করবে, তত বেশি তারা নিজেদের কাপুরুষ হিসেবে প্রকাশ করবে।’

প্রিয়াঙ্কা গান্ধী তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ দেওয়া একটি পোস্টে উল্লেখ করেন, ‘ইসরায়েলি সরকার কর্তৃক ১৩০ জন শিশুসহ ৪০০ জনেরও বেশি নিরীহ বেসামরিক নাগরিকের ঠাণ্ডা মাথায় হত্যাকাণ্ড প্রমাণ করে যে, তাদের কাছে মানবতার কোনো মূল্য নেই।’

তিনি আরও বলেন, ‘পশ্চিমা দেশগুলো এটি স্বীকার করুক বা না করুক, ফিলিস্তিনি জনগণের গণহত্যায় তাদের যোগসাজশ স্বীকার করুক বা না করুক, বিশ্বের সকল নাগরিক যাদের বিবেক আছে (অনেক ইসরায়েলিসহ), তারা তা দেখতে পাবে।’

ফিলিস্তিনি জনগণের সাহসিকতা ও মনোবলের প্রশংসা করে তিনি বলেন, ‘তারা অকল্পনীয় দুর্ভোগ সহ্য করেছে, তবে তাদের মনোবল এখনও দৃঢ় এবং অটল।’ সূত্র: দ্য হিন্দু, টাইমস অব ইন্ডিয়া, দ্য প্রিন্ট

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়