শিরোনাম
◈ ৩২ বছর পর হতে যাচ্ছে জাকসু নির্বাচন, তারিখ ঘোষণা ◈ মানবিক করিডর আসলে কী, বিশ্বের কোথায় কতটা কার্যকর? ◈ ভারত-পাকিস্তান যুদ্ধ কি আসন্ন, হুঙ্কার-পাল্টা হুঙ্কার ◈ ব্রাজিলের কোচ হওয়ার স্বপ্ন সফল হ‌লো না আনচেলত্তির, রিয়াল মা‌দ্রিদেই থাক‌তে হ‌চ্ছে ◈ বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন ◈ উপদেষ্টা আসিফের পদত্যাগ দাবিতে বিক্ষোভ, ব্যানার কেড়ে নেয়ায় ওসির গায়ে হাত তুলতে তেড়ে আসেন বিক্ষোভকারীরা (ভিডিও) ◈ আজ মহান মে দিবস ◈ নতুন আইন হচ্ছে র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে ◈ চলতি মাসে ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬০ কোটি ৭৬ লাখ ডলার ◈ মন্ত্রিপরিষদকে নির্বাচন কমিশনের ১২ প্রস্তাব

প্রকাশিত : ০৯ মার্চ, ২০২৫, ১১:১০ দুপুর
আপডেট : ১০ এপ্রিল, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবারও উত্তপ্ত মণিপুর, নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে বিক্ষোভকারী নিহত (ভিডিও)

পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তির নাম লালগৌথাং সিংসিত (৩০)। কিথেলমানবিতে সংঘর্ষের সময় তিনি গুলিবিদ্ধ হন এবং হাসপাতালে নেওয়ার পথে মারা যান। 

ভারতের মনিপুর রাজ্যের কাংপোকপি জেলার বিভিন্ন স্থানে শনিবার (৮ মার্চ) বিক্ষোভ হয়েছে। এ সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এক বিক্ষোভকারী নিহত হয়েছেন।  এছাড়া এ বিক্ষোভে নারীসহ আরও ২৫ জন আহত হয়েছেন বলেও জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। 

পুলিশ আরও জানিয়েছে, গামগিফাই, মোটবাং এবং কিথেলমানবিতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষের সময় কমপক্ষে ২৫ বিক্ষোভকারী আহত হয়েছেন।  চিকিৎসার জন্য তাদের নিকটবর্তী জনস্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

সিয়াসাত ডেইলির প্রতিবেদনে বলা হয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রাজ্যজুড়ে অবাধ চলাচলের নির্দেশের বিরোধিতা করে বিক্ষোভ শুরু হয়। এ সময় ছত্রভঙ্গ করার জন্য কাঁদানে গ্যাস নিক্ষেপ করলে কুকি-অধ্যুষিত জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ শুরু করে বিক্ষোভকারীরা। 

বিক্ষোভকারীরা ব্যক্তিগত যানবাহনে আগুন ধরিয়ে দেয় এবং ইম্ফল থেকে সেনাপতি জেলায় যাওয়া একটি রাষ্ট্রীয় পরিবহণ বাস থামানোর চেষ্টা করলে পরিস্থিতি আরও খারাপ হয়।

এছাড়া বিক্ষোভকারীরা জাতীয় সড়ক-২ (ইম্ফল-ডিমাপুর মহাসড়ক) অবরোধ করে এবং সরকারি যানবাহন চলাচলে বাধা দেওয়ার জন্য টায়ার জ্বালায়। 

এই বিক্ষোভটি মেইতেই সংগঠন ফেডারেশন অফ সিভিল সোসাইটির একটি শান্তি পদযাত্রার বিরুদ্ধেও করা হয়।  ১০টিরও বেশি গাড়ি নিয়ে পরিচালিত পদযাত্রাটি কাংপোকপি জেলায় পৌঁছানোর আগেই সেকমাইতে নিরাপত্তা বাহিনী থামিয়ে দেয়।

পুলিশ দাবি করেছে, তাদের অনুমতি না থাকায় পদযাত্রাটি থামাতে বলা হয়।

তথ্যসূত্র: সিয়াসাত ডেইলি

  • সর্বশেষ
  • জনপ্রিয়