শিরোনাম
◈ তারেক রহমানের জন্য বাসভবন, অফিস প্রস্তুত ◈ লাগেজ না খুলেই বিস্ফোরক শনাক্ত: বিমানবন্দরে বসছে ইটিডি মেশিন ◈ নির্বাচন পর্যবেক্ষণে মিশন মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ◈ হাদিকে গুলি, তদন্তে উঠে এলো আঁতকে ওঠার মতো তথ্য  ◈ মুসলিমদের ভোটাধিকার বঞ্চিত করতে ভারতে ভোটার তালিকা সংশোধন  ◈ হাদিকে হত্যাচেষ্টা: শ্যুটার ফয়সালের মা-বাবা গ্রেপ্তার ◈ বিজয় দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতির সংবর্ধনা ◈ সিঙ্গাপুরে হাদির চিকিৎসা: সর্বশেষ পরিস্থিতি জানালেন ভাই ওমর বিন হাদি ◈ ইউরোপযাত্রায় নৌকাডুবি: মাল্টার কাছে উদ্ধার ৫৯ বাংলাদেশিসহ ৬১ অভিবাসী ◈ হাদিকে হত্যাচেষ্টা: ব্যবহৃত মোটরসাইকেলের মালিকানা নিয়ে আদালতে নতুন তথ্য দিল কবির

প্রকাশিত : ০২ মার্চ, ২০২৫, ১১:২৪ রাত
আপডেট : ১২ মে, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশের পরিস্থিতি উত্তরণে ড. ইউনূসকে বহু পথ পাড়ি দিতে হবে: অমর্ত্য সেন

বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। তিনি বলেছেন, বাংলাদেশের পরিস্থিতি তাকে ব্যথিত করেছে।

সম্প্রতি শান্তিনিকেতনে তার পৈতৃক বাড়িতে পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে অমর্ত সেন এ কথা বলেন। 

তিনি বলেন, বাংলাদেশের পরিস্থিতি আমাকে ব্যথিত করেছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস উল্লেখযোগ্য পদক্ষেপ নিচ্ছেন। তবে তাকে দীর্ঘ পথ পাড়ি দিতে হবে।

রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে সতর্ক করেন অমর্ত্য সেন। তিনি বলেন, 'এ ধরনের পদক্ষেপের কারণে একই ভুলের পুনরাবৃত্তি হবে। যে কারণে আওয়ামী লীগ সরকারকে অন্য রাজনৈতিক দলগুলো দোষারোপ করেছিল।'

বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবে ড. ইউনূসের সম্পর্কে অমর্ত্য সেন বলেন, 'তিনি আমার পুরনো বন্ধু। আমি জানি, তিনি অত্যন্ত যোগ্য এবং বিভিন্ন দিক থেকে একজন অসাধারণ মানুষ। তিনি বাংলাদেশের ধর্মনিরপেক্ষতা এবং গণতান্ত্রিক প্রতিশ্রুতি বিষয়ে শক্তিশালী বিবৃতি দিয়েছেন।'

তিনি বলেন, 'আপনি যদি হঠাৎ করে কোনো দেশের প্রধান হয়ে যান, তাহলে আপনাকেও ড. ইউনূসের মতো কার্যকর পদ্ধতি গ্রহণ করতে হবে। আপনাকে অবশ্যই বিভিন্ন দল বিবেচনা করতে হবে। কারণ, সেখানে ইসলামিক দল রয়েছে, হিন্দু দলও রয়েছে। ড. ইউনূসের সক্ষমতার ওপর আমার পূর্ণ আস্থা রয়েছে।'

তিনি আরও বলেন, বাংলাদেশকে ধর্মনিরপেক্ষতার প্রতি প্রশংসনীয় অঙ্গীকার অব্যাহত রাখা উচিত। কোনো বিশেষ গোষ্ঠীকে বাইরে না রেখে সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করার ঐতিহ্যের সর্বোত্তম ব্যবহার করা উচিত।

অমর্ত্য সেন আশা প্রকাশ করেন যে বাংলাদেশের আগামী নির্বাচনগুলো অনেকের দাবি অনুযায়ী অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়