শিরোনাম
◈ ভারত-পাকিস্তান যুদ্ধ কি আসন্ন, হুঙ্কার-পাল্টা হুঙ্কার ◈ ব্রাজিলের কোচ হওয়ার স্বপ্ন সফল হ‌লো না আনচেলত্তির, রিয়াল মা‌দ্রিদেই থাক‌তে হ‌চ্ছে ◈ বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন ◈ উপদেষ্টা আসিফের পদত্যাগ দাবিতে বিক্ষোভ, ব্যানার কেড়ে নেয়ায় ওসির গায়ে হাত তুলতে তেড়ে আসেন বিক্ষোভকারীরা (ভিডিও) ◈ আজ মহান মে দিবস ◈  নতুন আইন হচ্ছে  র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে ◈ চলতি মাসে ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬০ কোটি ৭৬ লাখ ডলার ◈ মন্ত্রিপরিষদকে নির্বাচন কমিশনের ১২ প্রস্তাব ◈ বগুড়ায় সারজিসের উপস্থিতিতে এনসিপি-বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দফায় দফায় সংঘর্ষ ◈ আনোয়ারায় বেড়েছে চুরি, ডাকাতিসহ নানান অপরাধ, উদ্বিগ্ন জনসাধারণ  

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২৫, ০৩:১৬ দুপুর
আপডেট : ৩০ এপ্রিল, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কেমন হবে ধনীদের গাজা? বিলাসবহুল আবাসনের ভিডিও প্রকাশ করলেন ট্রাম্প 

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি গাজার জন্য একটি ভবিষ্যৎ রূপকল্প প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই ভিডিও তে গাজাকে একজন ধনী ব্যক্তির জন্য আকাশচুম্বী বিলাসবহুল আবাসস্থল হিসাবে দেখানো হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথে এ ভিডিওটি পোস্ট করেছেন। সেখানে গাজাকে সমুদ্রতীরবর্তী এক নগরী হিসেবে কল্পনা করা হয়েছে। সেখানের রাস্তায় টেসলা গাড়িতে ভরা এবং রাস্তার নাম রাখা হয়েছে 'ট্রাম্প গাজা'।

ধারণা করা হচ্ছে এ দৃশ্য আরব বিশ্বে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করবে। কারণ ফিলিস্তিনিদের ছাড়াই গাজা পুনর্গঠনের জন্য মার্কিন প্রেসিডেন্টের দাবি আরব বিশ্বকে হতাশ করেছে।

ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, এআই-সৃষ্ট ইলন মাস্ক আকাশে টাকা ছুঁড়ে দিচ্ছেন এবং শহরে ট্রাম্পের সোনালি মূর্তি শোভা পাচ্ছে।

ভিডিওর সঙ্গে থাকা সংগীত ট্র্যাকে বলা হচ্ছে: "আর কোনো সুড়ঙ্গ নেই, আর কোনো ভয় নেই, ট্রাম্প গাজা শেষ পর্যন্ত এসে গেছে। ট্রাম্প গাজা আলো ছড়াচ্ছে, সোনালি ভবিষ্যৎ, এক নতুন আলো। ভোজসভার আনন্দ, নাচগান, চুক্তি সম্পন্ন, ট্রাম্প গাজা সবার শীর্ষে।"

ফুটেজে দেখা যায় এক উপকূলীয় শহরে রয়েছে হাঁটার পথ, সুউচ্চ ভবন ও ঝলমলে সমুদ্রসৈকত। দৃশ্যগুলো অনেকটা তেল আবিবের মতো।

অদ্ভুত কিছু দৃশ্যের মধ্যে রয়েছে দাড়িওয়ালা বেলি ড্যান্সার, ট্রাম্পের মুখের আদলে সোনালি বেলুন ধরে থাকা এক শিশু এবং মার্কিন প্রেসিডেন্টের বিশাল সোনালি মূর্তি। মাস্ককে দেখা গেছে, গরিবদের জন্য আকাশে টাকা ছুড়ে দিচ্ছেন।

শেষ দৃশ্যে, 'ট্রাম্প গাজা' রিসোর্টে লাউঞ্জ চেয়ারে বসে এক গ্লাস পানীয় হাতে দেখা যায় ট্রাম্পকে আর তার পাশেই রয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। উৎস: বিজনেস স্ট্যান্ডার্ড

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়