শিরোনাম
◈ চীন নারী ফুটবল দল পাঠাতে চায় বাংলা‌দে‌শে, পুরুষ ক্রিকেট দল‌কে চী‌নে আমন্ত্রণ ◈ জাপা‌নি ক্লা‌বের কা‌ছে হে‌রে  এএফ‌সি চ্যাম্পিয়নস লিগ থেকে রোনাল‌দোর আল নাস‌রের বিদায় ◈ ছাত্রীদের সঙ্গে প্রতারণামূলক প্রেম ও ধর্ষণের অভিযোগে চীনা অধ্যাপক বরখাস্ত ◈ ভারতীয় যুদ্ধবিমান তাড়ানোর দাবি পাকিস্তানের, সামরিক সংঘাতের আশঙ্কা ◈ অনুমোদন ছাড়া হজ পালনে কড়া শাস্তি: সৌদিতে ২০ হাজার রিয়াল জরিমানা ও ১০ বছরের নিষেধাজ্ঞার ঘোষণা ◈ বিডিআর বিদ্রোহ নিয়ে তানিয়া আমিরের বক্তব্য বিভ্রান্তিকর ◈ শেহবাজ-জয়শঙ্করকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন, যে কথা হলো.. ◈ যুক্তরাষ্ট্র-ইউক্রেন খনিজ সংক্রান্ত চুক্তি সই: যৌথভাবে খনিজ ও জ্বালানি সম্পদ কাজে লাগাতে বিনিয়োগ তহবিল গঠন ◈ বাংলাদেশ-আলজেরিয়া কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি চুক্তি চূড়ান্ত পর্যায়ে ◈ বাংলাদেশ সব দেশের সার্বভৌমত্বকে সম্মান করে: প্রেস সচিব

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:১২ দুপুর
আপডেট : ১১ এপ্রিল, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার ইলন মাস্কের সঙ্গে গোপন সম্পর্ক মার্কিন তরুণীর, মাস্ককে সন্তানের বাবা হিসেবে দাবি (ভিডিও)

বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ককে সন্তানের বাবা হিসেবে দাবি তুলেছেন মার্কিন ইনফ্লুয়েন্সার অ্যাশলি ক্লেয়ার। এমন দাবির পর সামাজিক যোগাযোগমাধ্যমে ইলন মাস্ককে নিয়ে শুরু হয়েছে আলোচনা। অবশেষে নীরবতা ভাঙলেও শিশুর বাবা হওয়ার বিষয়টি স্পষ্ট করেননি তিনি।

ইলন মাস্ককে সন্তানের বাবা হিসেবে অ্যাশলি যে পোস্টে দাবি তুলেছেন, সেটি রিটুইট করেছেন মাস্ক। ক্যাপশন দিয়েছেন ‘ওহা’।

গত শুক্রবার অ্যাশলি ঘোষণা দেন, ‘পাঁচ মাস আগে আমার নতুন সন্তান পৃথিবীতে এসেছে। তার বাবা ইলন মাস্ক।’ তিনি বলেন, শিশুর সুরক্ষার কথা চিন্তা করে বিষয়টি এতদিন গোপন রেখেছিলেন তিনি। কিন্তু একটি ট্যাবলয়েড পত্রিকায় ঘটনাটি প্রকাশের পরিকল্পনা করায় নিজে থেকেই সামনে এসেছেন।  

অ্যাশলি বলেন, ‘আগে আমি বিষয়টি নিয়ে কথা বলিনি। কারণ আমাদের সন্তানের নিরাপত্তা ও গোপনীয়তার বিষয় এর সঙ্গে জড়িত। তবে সম্প্রতি আমি বুঝতে পারছি যে, ট্যাবলয়েড মিডিয়ার উদ্দেশ্য কী, যা ক্ষতিই হোক না কেন, তারা তাদের কাজ করে যাবে।’

সন্তান নিয়ে মাস্কের প্রতিক্রিয়ার পর ফের কথা বলেছেন অ্যাশলি। তিনি জানান, এই সকল অনলাইন জল্পনার জবাব না দিয়ে মাস্কের উচিত সরাসরি তার সঙ্গে কথা বলা।

ইলন মাস্কের উদ্দেশে অ্যাশলি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘ইলন, আমরা গত বেশ কয়েক দিন ধরে তোমার সঙ্গে কথা বলার চেষ্টা করছি। কিন্তু, তুমি কোনো উত্তত্তর দাওনি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়