বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ককে সন্তানের বাবা হিসেবে দাবি তুলেছেন মার্কিন ইনফ্লুয়েন্সার অ্যাশলি ক্লেয়ার। এমন দাবির পর সামাজিক যোগাযোগমাধ্যমে ইলন মাস্ককে নিয়ে শুরু হয়েছে আলোচনা। অবশেষে নীরবতা ভাঙলেও শিশুর বাবা হওয়ার বিষয়টি স্পষ্ট করেননি তিনি।
ইলন মাস্ককে সন্তানের বাবা হিসেবে অ্যাশলি যে পোস্টে দাবি তুলেছেন, সেটি রিটুইট করেছেন মাস্ক। ক্যাপশন দিয়েছেন ‘ওহা’।
গত শুক্রবার অ্যাশলি ঘোষণা দেন, ‘পাঁচ মাস আগে আমার নতুন সন্তান পৃথিবীতে এসেছে। তার বাবা ইলন মাস্ক।’ তিনি বলেন, শিশুর সুরক্ষার কথা চিন্তা করে বিষয়টি এতদিন গোপন রেখেছিলেন তিনি। কিন্তু একটি ট্যাবলয়েড পত্রিকায় ঘটনাটি প্রকাশের পরিকল্পনা করায় নিজে থেকেই সামনে এসেছেন।
অ্যাশলি বলেন, ‘আগে আমি বিষয়টি নিয়ে কথা বলিনি। কারণ আমাদের সন্তানের নিরাপত্তা ও গোপনীয়তার বিষয় এর সঙ্গে জড়িত। তবে সম্প্রতি আমি বুঝতে পারছি যে, ট্যাবলয়েড মিডিয়ার উদ্দেশ্য কী, যা ক্ষতিই হোক না কেন, তারা তাদের কাজ করে যাবে।’
সন্তান নিয়ে মাস্কের প্রতিক্রিয়ার পর ফের কথা বলেছেন অ্যাশলি। তিনি জানান, এই সকল অনলাইন জল্পনার জবাব না দিয়ে মাস্কের উচিত সরাসরি তার সঙ্গে কথা বলা।
ইলন মাস্কের উদ্দেশে অ্যাশলি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘ইলন, আমরা গত বেশ কয়েক দিন ধরে তোমার সঙ্গে কথা বলার চেষ্টা করছি। কিন্তু, তুমি কোনো উত্তত্তর দাওনি।’