শিরোনাম
◈ ৩২ বছর পর হতে যাচ্ছে জাকসু নির্বাচন, তারিখ ঘোষণা ◈ মানবিক করিডর আসলে কী, বিশ্বের কোথায় কতটা কার্যকর? ◈ ভারত-পাকিস্তান যুদ্ধ কি আসন্ন, হুঙ্কার-পাল্টা হুঙ্কার ◈ ব্রাজিলের কোচ হওয়ার স্বপ্ন সফল হ‌লো না আনচেলত্তির, রিয়াল মা‌দ্রিদেই থাক‌তে হ‌চ্ছে ◈ বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন ◈ উপদেষ্টা আসিফের পদত্যাগ দাবিতে বিক্ষোভ, ব্যানার কেড়ে নেয়ায় ওসির গায়ে হাত তুলতে তেড়ে আসেন বিক্ষোভকারীরা (ভিডিও) ◈ আজ মহান মে দিবস ◈ নতুন আইন হচ্ছে র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে ◈ চলতি মাসে ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬০ কোটি ৭৬ লাখ ডলার ◈ মন্ত্রিপরিষদকে নির্বাচন কমিশনের ১২ প্রস্তাব

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:৫৭ রাত
আপডেট : ১৮ এপ্রিল, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দালালসহ কলকাতায় চার বাংলাদেশি গ্রেফতার

এক ভারতীয়  দালালসহ তিন বাংলাদেশিকে গ্রেফতার করে পশ্চিমবঙ্গের বসিরহাট আদালতে পাঠালো পুলিশ। স্বরূপনগরের বিথারী হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তরালী সীমান্তবর্তী এলাকা থেকে শনিবার রাতে স্বরূপনগর থানার পুলিশ এক দালালসহ এক বাংলাদেশি গ্রেফতার করে।

ধৃত ওই বাংলাদেশির নাম তাজিবুল সরদার। তার বাড়ি বাংলাদেশের সাতক্ষীরা এলাকায়। আর ধৃত ওই দালালের নাম সুমন মোল্লা, তার বাড়ি স্বরূপনগরের বালতি নিত্যানন্দ কাটি গ্রাম পঞ্চায়েতের আমুলিয়া এলাকায়। 

এর পাশাপাশি বসিরহাটের ঘোজাডাঙ্গা সীমান্তবর্তী এলাকা থেকে এক বাংলাদেশিকে আটক করে বসিরহাট থানার পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ।

সীমান্তবর্তী ঘোজাডাঙ্গা এলাকায় শনিবার রাতে ঘোরাঘুরি করছিল আয়নাল খাঁন নামে এক বাংলাদেশি। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে তার বাড়ি বাংলাদেশের মুন্সিগঞ্জে । ওই বাংলাদেশিকে আটক করে বসিরহাট থানার পুলিশের হাতে তুলে দিলে পুলিশ তাকে গ্রেফতার করে রবিবার বসিরহাট মহকুমা আদালতে পাঠায়।

সেই সঙ্গে হাড়োয়ার গোপালপুর এলাকা থেকে সেলিনা খাতুন নামে এক বাংলাদেশি গ্রেফতার করে হাড়োয়া থানার পুলিশ ‌। ধৃত ওই বাংলাদেশির বাড়ি নরসিংদী এলাকায়। অবৈধভাবে বছর তিনেক আগে বাংলাদেশ থেকে ভারতে পেরিয়ে কলকাতার বিভিন্ন জায়গায় কাজকর্ম করতেন। হাড়োয়ার গোপালপুর এলাকায় তার এক আত্মীয়ের বাড়িতে অবস্থান করছিলেন তিনি। পুলিশ খবর পেয়ে তাকে গ্রেফতার করে রবিবার বসিরহাট আদালতে পাঠায়। উৎস: বাংলাট্রিবিউন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়