শিরোনাম
◈ ৩২ বছর পর হতে যাচ্ছে জাকসু নির্বাচন, তারিখ ঘোষণা ◈ মানবিক করিডর আসলে কী, বিশ্বের কোথায় কতটা কার্যকর? ◈ ভারত-পাকিস্তান যুদ্ধ কি আসন্ন, হুঙ্কার-পাল্টা হুঙ্কার ◈ ব্রাজিলের কোচ হওয়ার স্বপ্ন সফল হ‌লো না আনচেলত্তির, রিয়াল মা‌দ্রিদেই থাক‌তে হ‌চ্ছে ◈ বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন ◈ উপদেষ্টা আসিফের পদত্যাগ দাবিতে বিক্ষোভ, ব্যানার কেড়ে নেয়ায় ওসির গায়ে হাত তুলতে তেড়ে আসেন বিক্ষোভকারীরা (ভিডিও) ◈ আজ মহান মে দিবস ◈ নতুন আইন হচ্ছে র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে ◈ চলতি মাসে ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬০ কোটি ৭৬ লাখ ডলার ◈ মন্ত্রিপরিষদকে নির্বাচন কমিশনের ১২ প্রস্তাব

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ০৭:১২ বিকাল
আপডেট : ২২ এপ্রিল, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্বামী-সন্তানের সামনে গণধর্ষণ, ৮ বছর পর বিচার পেলেন নারী

ভারতের পশ্চিমবঙ্গের বজবজে এক নারীকে স্বামী-সন্তানের সামনে গণধর্ষণ করা হয়। ঘটনার আট বছর পর রায় দিলেন আলিপুর আদালত।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, বুধবার আলিপুরের সেকেন্ড ফাস্ট ট্র্যাক আদালতের বিচারক অয়ন মজুমদার এই মামলার রায় ঘোষণা করেন। এ ঘটনায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন তিনি।

জানা গেছে, ২০১৭ সালের ৩১ জানুয়ারি বজবজের একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা বাড়িতে ঢুকে টাকাপয়সা এবং সোনা হাতিয়ে নেন। কিন্তু ফেরার পথে স্বামী এবং সন্তানকে বেঁধে তাদের সামনে ওই নারীকে গণধর্ষণ করেন তিনজন।

এরপর সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে শেখ রামজান ও ধনু শেখকে গণধর্ষণের অপরাধে তাদের দুজনকে ২০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। জরিমানা করা হয়েছে ১০ হাজার টাকা। অপর ধর্ষক কারাগারে মারা গেছেন। এ ছাড়া ডাকাতির অপরাধে আব্দুল হামিদ মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক।

সরকারি আইনজীবী অরবিন্দ মিত্র বলেন, ‘ডাকাতির পর নারীকে বারান্দায় নিয়ে গিয়ে তিনজন মিলে ধর্ষণ করেন। বিচারপ্রক্রিয়া চলাকালীন শিশুটিও আদালতে এসে ঘটনার বর্ণনা দিয়েছে।’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়