শিরোনাম
◈ ৩২ বছর পর হতে যাচ্ছে জাকসু নির্বাচন, তারিখ ঘোষণা ◈ মানবিক করিডর আসলে কী, বিশ্বের কোথায় কতটা কার্যকর? ◈ ভারত-পাকিস্তান যুদ্ধ কি আসন্ন, হুঙ্কার-পাল্টা হুঙ্কার ◈ ব্রাজিলের কোচ হওয়ার স্বপ্ন সফল হ‌লো না আনচেলত্তির, রিয়াল মা‌দ্রিদেই থাক‌তে হ‌চ্ছে ◈ বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন ◈ উপদেষ্টা আসিফের পদত্যাগ দাবিতে বিক্ষোভ, ব্যানার কেড়ে নেয়ায় ওসির গায়ে হাত তুলতে তেড়ে আসেন বিক্ষোভকারীরা (ভিডিও) ◈ আজ মহান মে দিবস ◈ নতুন আইন হচ্ছে র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে ◈ চলতি মাসে ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬০ কোটি ৭৬ লাখ ডলার ◈ মন্ত্রিপরিষদকে নির্বাচন কমিশনের ১২ প্রস্তাব

প্রকাশিত : ২২ ডিসেম্বর, ২০২৪, ১১:৫৩ দুপুর
আপডেট : ২৯ এপ্রিল, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

একবার চার্জে ৬৩৫ কিলোমিটার পর্যন্ত চলবে, সৌদি আরবে প্রথম হাইড্রোজেনচালিত বাস চালু

সৌদি আরবে প্রথম হাইড্রোজেনচালিত বাস চালু

পরিবেশবান্ধব পরিবহনের দিকে এগিয়ে যাওয়ার ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে প্রথমবারের মতো হাইড্রোজেনচালিত বাস চালু করেছে সৌদি আরব। 

দেশটির আল আহসা অঞ্চলের গভর্নর সৌদ বিন তালাল এ বাস সার্ভিসের পরীক্ষামূলক কার্যক্রম উদ্বোধন করেন। 

পূর্বাঞ্চলীয় শহর দাম্মাম থেকে আল আহসা পর্যন্ত চলবে এই বাস সার্ভিস। এই রুটে দৈনিক ৩৫৯ কিলোমিটার পথ পাড়ি দেবে হাড্রোজেনচালিত বাস। 

এছাড়া এই বাস একবার চার্জে ৬৩৫ কিলোমিটার পর্যন্ত চলতে পারে এবং ৪৫ জন যাত্রী পরিবহনে সক্ষম।

সৌদি ট্রান্সপোর্ট জেনারেল অথরিটি (টিজিএ) বলছে, হাইড্রোজেনচালিত বাস চালুর উদ্দেশ্য টেকসই পরিবহন তৈরি করা।

উদ্বোধন অনুষ্ঠানে টিজিএ প্রধান রুমাইহ আল রুমাইহ বলেন, এই উদ্যোগ কার্বন নিঃসরণ হ্রাসে অবদান রাখবে।

টিজিএ সম্প্রতি বৈদ্যুতিক ও সেলফ-ড্রাইভিং বাস চালুসহ বেশ কয়েকটি পরিবহন উদ্যোগ নিয়েছে। সংস্থাটি কার রেন্টাল শিল্পেও বৈদ্যুতিক যানবাহন চালু করেছে। এছাড়া সৌদি আরবে পণ্য পরিবহনে প্রথম হাইড্রোজেন ট্রাক ও বৈদ্যুতিক ট্রাকও পরিচালনা করেছে।

যাত্রীদের জন্য আরামদায়ক যাত্রা নিশ্চিত করতে অক্টোবরে সৌদি আরব প্রথম হাইড্রোজেনচালিত ট্যাক্সি চালু করেছে।

গত বছর রিয়াদে সফল্ভাবে হাইড্রোজেনচালিত ট্রেনের ট্রায়াল-রান হয়। এই ট্রেনগুলো সম্পূর্ণ কার্বনমুক্ত, পরিবেশবান্ধব এবং টেকসই রেল পরিবহনে একটি বড় উদ্ভাবন হিসেবে বিবেচিত হচ্ছে। সূত্র :টিভিএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়