শিরোনাম
◈ ৩২ বছর পর হতে যাচ্ছে জাকসু নির্বাচন, তারিখ ঘোষণা ◈ মানবিক করিডর আসলে কী, বিশ্বের কোথায় কতটা কার্যকর? ◈ ভারত-পাকিস্তান যুদ্ধ কি আসন্ন, হুঙ্কার-পাল্টা হুঙ্কার ◈ ব্রাজিলের কোচ হওয়ার স্বপ্ন সফল হ‌লো না আনচেলত্তির, রিয়াল মা‌দ্রিদেই থাক‌তে হ‌চ্ছে ◈ বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন ◈ উপদেষ্টা আসিফের পদত্যাগ দাবিতে বিক্ষোভ, ব্যানার কেড়ে নেয়ায় ওসির গায়ে হাত তুলতে তেড়ে আসেন বিক্ষোভকারীরা (ভিডিও) ◈ আজ মহান মে দিবস ◈ নতুন আইন হচ্ছে র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে ◈ চলতি মাসে ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬০ কোটি ৭৬ লাখ ডলার ◈ মন্ত্রিপরিষদকে নির্বাচন কমিশনের ১২ প্রস্তাব

প্রকাশিত : ১৩ ডিসেম্বর, ২০২৪, ০৬:১১ বিকাল
আপডেট : ২১ এপ্রিল, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেয়েকে যৌন হয়রানি: প্রতিশোধ নিতেই দেশে ফেরেন প্রবাসী বাবা

মেয়েকে যৌন হয়রানি করায় হেনস্তাকারীকে হত্যা করেছে এক প্রবাসী বাবা। কুয়েতে থেকে ভারতে এসে ওই অভিযুক্তকে হত্যা করে আবার কুয়েতে ফিরে যান তিনি। পরে নিজেই এক ভিডিও বার্তার মাধ্যমে হত্যার কথা স্বীকার করেন।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা যায়, ঘটনাটি ভারতের অন্ধ্রপ্রদেশের আন্নামাইয়ার জেলার একটি গ্রামের। কাজের সূত্রে আনজানেয়া প্রসাদ ও তাঁর স্ত্রী কুয়েতে থাকেন। তাঁদের ১২ বছর বয়সী মেয়ে অন্ধ্রপ্রদেশে খালার বাড়িতে থেকে পড়াশোনা করে। সেখানে খালার ৫৯ বছর বয়সী শ্বশুর তাকে যৌন হয়রানি করেন। এ ঘটনা কিশোরী তার মা-বাবাকে জানায়। 

প্রবাসী ওই বাবার দাবি, ঘটনাটি পুলিশকে জানায় তাঁর স্ত্রী। কিন্তু পুলিশ অভিযুক্তকে মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেয়। এরপর তিনি মেয়ের হেনস্তাকারীকে প্রাপ্য শাস্তি দিতে কুয়েত থেকে ভারতে এসে অভিযুক্তকে ছুরিকাঘাতে হত্যা করেন এবং ওইদিনই আবার কুয়েতে ফিরে যান।   

এক ভিডিও বার্তায় হত্যাকাণ্ডের দায় স্বীকার করেন আনজানেয়া প্রসাদ। তিনি বলেন, ‘গত ৭ ডিসেম্বর রাতে ওই হেনস্তাকারী বাড়ির বাইরে ঘুমাচ্ছিল, তখন ছুরি দিয়ে তাকে হত্যা করি। পুলিশ পদক্ষেপ না নেওয়ায় বাধ্য হয়েই নিজের হাতে বিচার করেছি।’

এদিকে পুলিশ যৌন হয়রানির অভিযোগ পাওয়ার বিষয়টি অস্বীকার করেছে। এই হত্যার পেছনে পারিবারিক বিরোধ ও ষড়যন্ত্র রয়েছে বলে মনে করছে পুলিশ। ঘটনার তদন্ত চলছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়