শিরোনাম
◈ ৩২ বছর পর হতে যাচ্ছে জাকসু নির্বাচন, তারিখ ঘোষণা ◈ মানবিক করিডর আসলে কী, বিশ্বের কোথায় কতটা কার্যকর? ◈ ভারত-পাকিস্তান যুদ্ধ কি আসন্ন, হুঙ্কার-পাল্টা হুঙ্কার ◈ ব্রাজিলের কোচ হওয়ার স্বপ্ন সফল হ‌লো না আনচেলত্তির, রিয়াল মা‌দ্রিদেই থাক‌তে হ‌চ্ছে ◈ বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন ◈ উপদেষ্টা আসিফের পদত্যাগ দাবিতে বিক্ষোভ, ব্যানার কেড়ে নেয়ায় ওসির গায়ে হাত তুলতে তেড়ে আসেন বিক্ষোভকারীরা (ভিডিও) ◈ আজ মহান মে দিবস ◈ নতুন আইন হচ্ছে র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে ◈ চলতি মাসে ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬০ কোটি ৭৬ লাখ ডলার ◈ মন্ত্রিপরিষদকে নির্বাচন কমিশনের ১২ প্রস্তাব

প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০২৪, ১১:৩২ রাত
আপডেট : ২৩ এপ্রিল, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতীয়দের ভিসা কমিয়ে দিল ‍আরব আমিরাত

আগের মতো দুবাইয়ের ভিসা পাচ্ছেন না ভারতীয় পর্যটকরা।সংযুক্ত আরব আমিরাতের নতুন আইনের কারণে তাদের ভিসা পাওয়া কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস। 

সংবাদমাধ্যমটি জানায়, আগে দুবাইয়ের ভিসা আবেদন করলেই পেয়ে যেতেন ভারতীয়রা। কিন্তু এখন প্রায় অর্ধেকই ভিসা পাচ্ছেন না। এদিকে, ভিসা বাতিল হওয়ার ফলে অনেকেরই বিপুল টাকারও ক্ষতি হচ্ছে। কারণ, ভিসা বাতিল হতেই অনেকেরই হোটেল বুকিং, ফ্লাইট বুকিং বাতিল করতে হচ্ছে। 

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, আগে দুবাইতে ৯৯ শতাংশ ভারতীয় ভিসা অনুমোদিত হয়ে যেত। তবে বর্তমানে খুব ভালো করে প্রস্তুত করা ভিসার নথিও বাতিল হয়ে যাচ্ছে দুবাইয়ের ভিসা আবেদনের ক্ষেত্রে। 

আমিরাতের ভিসার নতুন নিয়ম অনুযায়ী, একজন পর্যটককে তার হোটেলের রিজারভেশনের প্রমাণ, বিমানের টিকিট, রিটার্ন টিকিট, সব কিছুই তাদের ইমিগ্রেশন পোর্টালে আপলোড করতে হবে। এ ছাড়াও দুবাই যাওয়ার মতো ব্যাঙ্ক ব্যালেন্স আছে কি না তা নিশ্চিত করতে হবে। পর্যটকের শেষ ৩ মাসের বেতনও দেখাতে হবে। এ ছাড়া ন্যূনতম ৫০ হাজার টাকাসহ ব্যাঙ্ক স্টেটমেন্ট প্যান কার্ড নথি হিসাবে যুক্ত করতে হবে। 

মূলত এই জটিলতার কারণেই ভারতীয়দের ভিসা আবেদন বাতিল করা হচ্ছে বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়