শিরোনাম
◈ সৌদি আরবে ‘হুরুব’ আতঙ্কে প্রবাসী বাংলাদেশিরা ◈ চীন নারী ফুটবল দল পাঠাতে চায় বাংলা‌দে‌শে, পুরুষ ক্রিকেট দল‌কে চী‌নে আমন্ত্রণ ◈ জাপা‌নি ক্লা‌বের কা‌ছে হে‌রে  এএফ‌সি চ্যাম্পিয়নস লিগ থেকে রোনাল‌দোর আল নাস‌রের বিদায় ◈ ছাত্রীদের সঙ্গে প্রতারণামূলক প্রেম ও ধর্ষণের অভিযোগে চীনা অধ্যাপক বরখাস্ত ◈ ভারতীয় যুদ্ধবিমান তাড়ানোর দাবি পাকিস্তানের, সামরিক সংঘাতের আশঙ্কা ◈ অনুমোদন ছাড়া হজ পালনে কড়া শাস্তি: সৌদিতে ২০ হাজার রিয়াল জরিমানা ও ১০ বছরের নিষেধাজ্ঞার ঘোষণা ◈ বিডিআর বিদ্রোহ নিয়ে তানিয়া আমিরের বক্তব্য বিভ্রান্তিকর ◈ শেহবাজ-জয়শঙ্করকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন, যে কথা হলো.. ◈ যুক্তরাষ্ট্র-ইউক্রেন খনিজ সংক্রান্ত চুক্তি সই: যৌথভাবে খনিজ ও জ্বালানি সম্পদ কাজে লাগাতে বিনিয়োগ তহবিল গঠন ◈ বাংলাদেশ-আলজেরিয়া কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি চুক্তি চূড়ান্ত পর্যায়ে

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২৪, ০৮:৪১ রাত
আপডেট : ২১ মার্চ, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বোমা মেরে তাজমহল উড়িয়ে দেয়ার হুমকি

ভারতের উত্তরপ্রদেশের আগ্রায় অবস্থিত তাজমহল বোমা হামলা চালিয়ে উড়িয়ে দেয়ার হুমকি দেয়া হয়েছে। ই-মেইলে এই হুমকি পাওয়ার পর রাজ্যের পুলিশ মঙ্গলবার তাজমহলের ভেতরে ব্যাপক তল্লাশি চালিয়েছে। তবে এখন পর্যন্ত কোনো ধরনের বোমা কিংবা বিস্ফোরকের সন্ধান পায়নি তারা।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাজ্যের পর্যটন দফতরে ই-মেইলে হুমকিবার্তা এসেছে বলে দেশটির বার্তা সংস্থা এএনআইয়ের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

জানা যায়, খরব পাওয়ার পর তাজমহল থেকে পর্যটকদের সরিয়ে তল্লাশি চালানো হয়। পুলিশ সূত্রে জানা যানা যায়, তাজমহলে তল্লাশি চালিয়ে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, এটি ভুয়া ই-মেইল ছিল।

তাজমহলের নিরাপত্তার দায়িত্বে থাকা এসিপি সৈয়দ আরিব আহমেদ বলেন, পর্যটন দফতরে ই-মেইলে হুমকিবার্তা এসেছে। তার ভিত্তিতে তাজগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করে তদন্ত শুরু হয়েছে।

তিনি বলেন, কোনো সন্দেহজনক জিনিস পাওয়া যায়নি। কোথা থেকে বার্তা এসেছে তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তকে দ্রুত চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

দেশেটির বহু রাজ্যে গত কয়েক মাস ধরে কখনো স্কুলে, কখনো কলেজে হুমকিবার্তা পাঠানোর ঘটনা ঘটেছে। বিভিন্ন বিমান সংস্থাগুলিতেও হুমকিবার্তা পাঠানো হয়েছে বার বার। এ বার সেই তালিকায় যুক্ত হলো তাজমহল।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়