শিরোনাম
◈ ভারত-পাকিস্তান যুদ্ধ কি আসন্ন, হুঙ্কার-পাল্টা হুঙ্কার ◈ ব্রাজিলের কোচ হওয়ার স্বপ্ন সফল হ‌লো না আনচেলত্তির, রিয়াল মা‌দ্রিদেই থাক‌তে হ‌চ্ছে ◈ বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন ◈ উপদেষ্টা আসিফের পদত্যাগ দাবিতে বিক্ষোভ, ব্যানার কেড়ে নেয়ায় ওসির গায়ে হাত তুলতে তেড়ে আসেন বিক্ষোভকারীরা (ভিডিও) ◈ আজ মহান মে দিবস ◈  নতুন আইন হচ্ছে  র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে ◈ চলতি মাসে ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬০ কোটি ৭৬ লাখ ডলার ◈ মন্ত্রিপরিষদকে নির্বাচন কমিশনের ১২ প্রস্তাব ◈ বগুড়ায় সারজিসের উপস্থিতিতে এনসিপি-বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দফায় দফায় সংঘর্ষ ◈ আনোয়ারায় বেড়েছে চুরি, ডাকাতিসহ নানান অপরাধ, উদ্বিগ্ন জনসাধারণ  

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২৪, ০২:৩৫ রাত
আপডেট : ২৮ মার্চ, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাসপাতালে মরদেহ থেকে গায়েব চোখ, ইঁদুরকে দোষারোপ করছেন চিকিৎসকরা

গুলিতে আহত এক যুবক হাসপাতালে ভর্তি হন। জরুরি অস্ত্রোপচারের পর অবস্থার অবনতি হলে তাকে রাখা হয় আইসিইউতে। কিন্তু ওই দিন রাতেই তাঁর মৃত্যু হয়। সকালে ময়নাতদন্তের পর লাশ স্বজনদের কাছে ফেরত দেওয়ার কথা ছিল।

কিন্তু পরদিন স্বজনরা লাশ নিতে এসে দেখেন রোগীর এক চোখ গায়েব! এরপরই শুরু হয় হট্টগোল। স্বজনদের দাবি, হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় এমন ঘটনা ঘটেছে। ভারতের বিহারের ঘটনাটি রোববার ইন্ডিয়া টুডের এক প্রতিবেদন থেকে তথ্য জানা গেছে।

পুলিশ জানায়, গত ১৪ নভেম্বর ফান্টুস কুমার নামে এক যুবক গুলিতে আহত অবস্থায় পাটনার নালন্দা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। ১৫ নভেম্বর ওই হাসপাতালে তাঁর একটি অপারেশন হয়। অপারেশন শেষে তাঁকে রাখা হয় আইসিইউতে রাখা। কিন্তু শুক্রবার রাতে ফান্টুস কুমারের মৃত্যু হয়। তখন রাত হওয়ায় লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো যায়নি। তাই আইসিইউতেই রাখা ছিল লাশ।

পরদিন শনিবার সকালে এসে রোগীর স্বজনরা দেখেন, ফান্টুসের বাম চোখ নেই! হাসপাতাল থেকে মৃত রোগীর চোখ গায়েবের ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন রোগীর স্বজনরা।

রোগীর এক স্বজন ইন্ডিয়া টুডের প্রতিবেদককে জানান, রোগীর বেডের পাশে একটি সার্জিকাল ব্লেড পাওয়া গেছে। এ থেকে ধারণা করা যায়, তার চোখ তুলে নেওয়া হতে পারে। তবে হাসপাতালের একজন স্টাফ জানান, হয়তো ইঁদুরে চোখ তুলে নিয়ে গেছে।

ওই হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. বিনোদ কুমার বলেন, ‘এই ঘটনায় ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ইঁদুরে চোখ নিয়েছে নাকি কেউ চোখ তুলে নিয়েছে, তদন্তের পরে ব্যবস্থা নেওয়া হবে।’

পুলিশ জানিয়ছে, তদন্ত চলছে। হাসপাতালের সিসিটিভি ফুটেজ চেক করা হবে। প্রয়োজনে হাসপাতালের স্টাফদেরও জিজ্ঞাসাবাদ করা হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়