শিরোনাম
◈ ৩২ বছর পর হতে যাচ্ছে জাকসু নির্বাচন, তারিখ ঘোষণা ◈ মানবিক করিডর আসলে কী, বিশ্বের কোথায় কতটা কার্যকর? ◈ ভারত-পাকিস্তান যুদ্ধ কি আসন্ন, হুঙ্কার-পাল্টা হুঙ্কার ◈ ব্রাজিলের কোচ হওয়ার স্বপ্ন সফল হ‌লো না আনচেলত্তির, রিয়াল মা‌দ্রিদেই থাক‌তে হ‌চ্ছে ◈ বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন ◈ উপদেষ্টা আসিফের পদত্যাগ দাবিতে বিক্ষোভ, ব্যানার কেড়ে নেয়ায় ওসির গায়ে হাত তুলতে তেড়ে আসেন বিক্ষোভকারীরা (ভিডিও) ◈ আজ মহান মে দিবস ◈ নতুন আইন হচ্ছে র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে ◈ চলতি মাসে ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬০ কোটি ৭৬ লাখ ডলার ◈ মন্ত্রিপরিষদকে নির্বাচন কমিশনের ১২ প্রস্তাব

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২৪, ০৭:১২ বিকাল
আপডেট : ২১ এপ্রিল, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানে সামরিক অভিযানে ৬ সেনাসহ নিহত ১৪

পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে সামরিক বাহিনীর একটি গোপন অভিযানে ৬ সেনা নিহত এবং ৮ জন তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) সন্ত্রাসী নিহত হয়েছেন। 

শনিবার দেশটির সামরিক মিডিয়া শাখা আইএসপিআর পৃথক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

একটি বিবৃতিতে বলা হয়েছে, ৪ ও ৫ অক্টোবর রাতে উত্তর ওয়াজিরিস্তানের স্পিনওয়াম এলাকায় সন্ত্রাসীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গোলাগুলোর ঘটনা ঘটে। এতে ৬ জন টিটিপি সন্ত্রাসী নিহত হয়।

বিবৃতিতে আরও বলা হয়, অভিযানের সময় ৬ জন বীর সেনা শহিদ হয়েছেন। যাদের মধ্যে ছিলেন লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ আলী শওকত। যিনি ওই অভিযানে নেতৃত্ব দিচ্ছিলেন।

শহিদ হওয়া বাকি পাঁচ সেনা হলেন- ল্যান্স নায়েক মুহাম্মদ উল্লাহ, ল্যান্স নায়েক আখতার জামান, ল্যান্স নায়েক শাহিদ উল্লাহ, ল্যান্স নায়েক ইউসুফ আলী এবং সিপাহী জামিল আহমেদ।

আরেক বিবৃতিতে পাকিস্তান আইএসপিআর জানিয়েছে, স্বাতের চারবাগ এলাকার একটি যৌথ গোয়েন্দা ভিত্তিক অভিযানে দুই জন টিটিপি সন্ত্রাসী নিহত হয়েছে। যার মধ্যে ছিলেন টিটিপির প্রধান নেতা আতা উল্লাহ ওরফে মেহরান। 

আতা উল্লাহ স্বাত এলাকায় গত ২২ সেপ্টেম্বর বিদেশী প্রতিনিধিদের বহনকারী পুলিশের একটি গাড়ি লক্ষ্য করে চালানো বোমা হামলায় জড়িত ছিলেন।

বিবৃতিতে আরও বলা হয়, নিরাপত্তা বাহিনী বর্তমানে পুরো এলাকায় সন্ত্রাসীদের নির্মূল করতে অভিযান চালিয়ে যাচ্ছে এবং এরকম সাহসী সৈনিকদের আত্মত্যাগ সন্ত্রাস নির্মূলের প্রতি তাদের সংকল্প আরও জোরদার করবে।

উল্লেখ্য, চলমান হামলাগুলোতে জড়িত সন্ত্রাসী গোষ্ঠীটির নাম টিটিপি উল্লেখ করা হলেও, গত জুলাই মাসে পাকিস্তান সরকার টিটিপিকে ‘ফিতনা আল খারিজ’ হিসেবে ঘোষণা করেছে এবং সন্ত্রাসী হামলার ক্ষেত্রে সব প্রতিষ্ঠানকে ‘খারিজি’ শব্দটি ব্যবহার করার নির্দেশ দিয়েছে।

পাকিস্তানে সম্প্রতি বিশেষ করে বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া প্রদেশে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলার সংখ্যা বাড়ছে। ২০২২ সালে টিটিপি গোষ্ঠী সরকারের সঙ্গে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি ভেঙে দেয় এবং নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলা চালানোর ঘোষণা দেয়। সূত্র: ডন

  • সর্বশেষ
  • জনপ্রিয়