শিরোনাম
◈ ৩২ বছর পর হতে যাচ্ছে জাকসু নির্বাচন, তারিখ ঘোষণা ◈ মানবিক করিডর আসলে কী, বিশ্বের কোথায় কতটা কার্যকর? ◈ ভারত-পাকিস্তান যুদ্ধ কি আসন্ন, হুঙ্কার-পাল্টা হুঙ্কার ◈ ব্রাজিলের কোচ হওয়ার স্বপ্ন সফল হ‌লো না আনচেলত্তির, রিয়াল মা‌দ্রিদেই থাক‌তে হ‌চ্ছে ◈ বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন ◈ উপদেষ্টা আসিফের পদত্যাগ দাবিতে বিক্ষোভ, ব্যানার কেড়ে নেয়ায় ওসির গায়ে হাত তুলতে তেড়ে আসেন বিক্ষোভকারীরা (ভিডিও) ◈ আজ মহান মে দিবস ◈ নতুন আইন হচ্ছে র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে ◈ চলতি মাসে ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬০ কোটি ৭৬ লাখ ডলার ◈ মন্ত্রিপরিষদকে নির্বাচন কমিশনের ১২ প্রস্তাব

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২৪, ১১:৩১ দুপুর
আপডেট : ৩০ এপ্রিল, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘ইসরাইলের ঘাঁটি এবং উপনিবেশগুলো সমান করে দিতে পারে হিজবুল্লাহ’

পার্সটুডে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ইহুদিবাদী ইসরাইলের সামরিক ঘাঁটি ও উপনিবেশগুলো মাটির সাথে মিশিয়ে দেয়ার ক্ষমতা রাখে। হিজবুল্লাহ আন্দোলনকে কেউ যেন দুর্বল মনে না করে। 

গতকাল (মঙ্গলবার) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে যোগ দেয়ার অবকাশে সাংবাদিকদের কাছে তিনি এই মন্তব্য করেন। আব্বাস আরাকচি বলেন, লেবাননকে রক্ষার জন্য হিজবুল্লাহর সক্ষমতাই যথেষ্ট, তারা ইসরাইলের আগ্রাসনের মুখে লেবাননকে সুরক্ষা দিতে সক্ষম। 

তিনি বলেন, হিজবুল্লাহর সত্যিকারের ক্ষমতা তার অভ্যন্তরীণ সক্ষমতা ও ব্যাপক জনসমর্থনের মাঝে লুকিয়ে আছে। ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে অবস্থান নিয়ে আরব দেশগুলোকে তাদের দায়িত্ব পালনেরও আহ্বান জানান আব্বাস আরাকচি। 

গত সোমবার বর্বর ইসরাইলি বাহিনী লেবাননের ১১৭টি শহর ও গ্রামে অন্তত ৩০০ বার বিমান হামলা চালিয়েছে। এতে দেশটির ৬৬৯ জন শহীদ এবং ৫ হাজারের বেশি মানুষ আহত হয়েছে। শহীদদের মধ্যে ৫০টি শিশু এবং ৯৪ জন নারী রয়েছেন। এ হামলার প্রতিশোধে হিজবুল্লাহও ইসরাইলের সেনা ও বিমান ঘাঁটিগুলোতে হামলা চালাচ্ছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়