শিরোনাম
◈ ৩২ বছর পর হতে যাচ্ছে জাকসু নির্বাচন, তারিখ ঘোষণা ◈ মানবিক করিডর আসলে কী, বিশ্বের কোথায় কতটা কার্যকর? ◈ ভারত-পাকিস্তান যুদ্ধ কি আসন্ন, হুঙ্কার-পাল্টা হুঙ্কার ◈ ব্রাজিলের কোচ হওয়ার স্বপ্ন সফল হ‌লো না আনচেলত্তির, রিয়াল মা‌দ্রিদেই থাক‌তে হ‌চ্ছে ◈ বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন ◈ উপদেষ্টা আসিফের পদত্যাগ দাবিতে বিক্ষোভ, ব্যানার কেড়ে নেয়ায় ওসির গায়ে হাত তুলতে তেড়ে আসেন বিক্ষোভকারীরা (ভিডিও) ◈ আজ মহান মে দিবস ◈ নতুন আইন হচ্ছে র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে ◈ চলতি মাসে ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬০ কোটি ৭৬ লাখ ডলার ◈ মন্ত্রিপরিষদকে নির্বাচন কমিশনের ১২ প্রস্তাব

প্রকাশিত : ০৯ আগস্ট, ২০২৪, ০৪:৫৭ দুপুর
আপডেট : ০৪ এপ্রিল, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্রাম্প-কমলার মুখোমুখি বিতর্ক ১০ সেপ্টেম্বর

রাশিদ রিয়াজঃ যুক্তরাষ্ট্রে নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস আগামী ১০ সেপ্টেম্বর এবিসিতে বিতর্কে অংশ নেবেন। দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে এটিই হবে প্রথম মুখোমুখি বিতর্ক। সাম্প্রতিক কয়েকটি জরিপে আসন্ন নির্বাচনে দুজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার আভাস পাওয়া গেছে।

এদিকে ফ্লোরিডার পাম বিচের নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ৪ ও ২৫ সেপ্টেম্বর কমলার সঙ্গে আরও দুটি বিতর্কে নিতে চান, যেগুলো ফক্স ও এনবিসিতে সম্প্রচার করা হবে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কমলা হ্যারিস বলেছেন, ‘অবশেষে ট্রাম্প রাজি হওয়ার’ পর তাঁর সঙ্গে ১০ সেপ্টেম্বরের বিতর্কে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি।

ডেট্রয়েটে এক নির্বাচনী প্রচার শেষে কমলা সাংবাদিকদের বলেন, ট্রাম্পের সঙ্গে তিনি আরও বিতর্কে অংশ নিতে রাজি আছেন। তবে কমলার প্রচার শিবিরের একজন কর্মকর্তা এ কথা পুনর্ব্যক্ত করেন যে ৪ সেপ্টেম্বর ফক্স বিতর্কের বিষয়টি এখনো তাঁদের টেবিলের বাইরে রয়েছে।

ডেট্রয়েটে এক নির্বাচনী প্রচার শেষে কমলা সাংবাদিকদের বলেন, ট্রাম্পের সঙ্গে তিনি আরও বিতর্কে অংশ নিতে রাজি আছেন। তবে কমলার প্রচার শিবিরের একজন কর্মকর্তা এ কথা পুনর্ব্যক্ত করেন যে আগামী ৪ সেপ্টেম্বর ফক্স বিতর্কের বিষয়টি এখনো তাঁদের টেবিলের বাইরে রয়েছে।

এই কর্মকর্তা আরও বলেন, এবিসিতে ১০ সেপ্টেম্বরের বিতর্কে ট্রাম্পের অংশগ্রহণ করার ওপর তাঁর সঙ্গে ভবিষ্যৎ বিতর্কে বসার বিষয়টি নির্ভর করছে। অবশ্য কমলার প্রচার শিবির এরই মধ্যে ফক্সের বিতর্কে অংশ নেওয়ার কথা নাকচ করে দিয়েছে।

ইতিপূর্বে ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন, এবিসির বিতর্কে তিনি অংশ না নিতে পারেন। তাঁর এ বক্তব্যের আগে কমলা ডেমোক্র্যাটদলীয় প্রার্থী হিসেবে জো বাইডেনের স্থলাভিষিক্ত হন। ১০ সেপ্টেম্বর জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে এবিসিতে ওই বিতর্ক হওয়ার কথা ছিল। গত ২৭ জুন এ দুজন সিএনএনে তাঁদের প্রথম বিতর্কে অংশ নিয়েছিলেন।

এদিকে গতকাল বৃহস্পতিবার ইপসোসের প্রকাশ করা একটি জরিপে দেখা গেছে, জুলাইয়ের শেষ দিক থেকে কমলা জনসমর্থনের দিক থেকে তাঁর প্রতিদ্বন্দ্বী ট্রাম্পের সঙ্গে ব্যবধান বাড়িয়েছেন। জরিপের ফলাফল অনুযায়ী, কমলার প্রতি সমর্থন রয়েছে ৪২ শতাংশ ভোটারের, আর ট্রাম্পের পক্ষে সমর্থন রয়েছে ৩৭ শতাংশের। এর আগে ২২-২৩ জুলাই রয়টার্স/ ইপসোসের জরিপে দুজনের মধ্যে সমর্থনের এ হার ছিল যথাক্রমে ৩৭ ও ৩৪ শতাংশ।

গত মঙ্গলবার মিনেসোটার গভর্নর টিম ওয়ালজকে নিজের রানিং মেট হিসেবে ঘোষণা করেন কমলা হ্যারিস। এ ঘটনার পর গতকালই প্রথম পাম বিচে সংবাদ সম্মেলন করার মাধ্যমে জনসমক্ষে প্রথম উপস্থিত হলেন ট্রাম্প।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়