শিরোনাম
◈ ব্রাজিলের কোচ হওয়ার স্বপ্ন সফল হ‌লো না আনচেলত্তির, রিয়াল মা‌দ্রিদেই থাক‌তে হ‌চ্ছে ◈ বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন ◈ উপদেষ্টা আসিফের পদত্যাগ দাবিতে বিক্ষোভ, ব্যানার কেড়ে নেয়ায় ওসির গায়ে হাত তুলতে তেড়ে আসেন বিক্ষোভকারীরা (ভিডিও) ◈ আজ মহান মে দিবস ◈  নতুন আইন হচ্ছে  র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে ◈ চলতি মাসে ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬০ কোটি ৭৬ লাখ ডলার ◈ মন্ত্রিপরিষদকে নির্বাচন কমিশনের ১২ প্রস্তাব ◈ বগুড়ায় সারজিসের উপস্থিতিতে এনসিপি-বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দফায় দফায় সংঘর্ষ ◈ আনোয়ারায় বেড়েছে চুরি, ডাকাতিসহ নানান অপরাধ, উদ্বিগ্ন জনসাধারণ   ◈ দুই মাস নিষেধাজ্ঞা শেষে  মাছ ধরতে নদীতে নামেছে জেলেরা

প্রকাশিত : ২৮ জুলাই, ২০২৪, ০৯:৫১ সকাল
আপডেট : ০৪ এপ্রিল, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘এ যুগের হিটলারকে’ মার্কিন কংগ্রেসের করতালির নিন্দা জানালেন এরদোগান

সাজ্জাদুল ইসলাম: [২] ‘ওরা গোটা বিশ্বকে গণতন্ত্র আর মানবাধিকারের ছবক দিয়ে বেড়ায়। অথচ এ যুগের কুখ্যাত হিটলারকে বিপুল সম্মান জানাতে ওদের বিবেকে মোটেই বাধলো না।’ একথাগুলো বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান। সূত্র : টিআরটি ওয়ার্ল্ড

[৩]  তুরস্কের প্রেসিডেন্ট বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে জয়ী শক্তিবর্গ নিজেদের অর্থনৈতিক, রাজনৈতিক, সামরিক ও কূটনৈতিক স্বার্থ রক্ষার জন্য বিশ্ব ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিল আজ তা অচল হয়ে পড়তে শুরু করেছে। তিনি বলেন, ‘মার্কিন কংগ্রেস নেতানিয়াহুর যে ভাষণ শুনে উচ্ছ্বাস প্রকাশ করেছে আদতে তা ছিল প্রলাপ উক্তিতে পরিপূর্ণ।’ 

[৪] গত শুক্রবার ইস্তাম্বুলে উচ্চপ্রযুক্তি উন্নয়ন বিষয়ক এক বৈঠকে দেয়া বক্তৃতায় এরদোগান বলেন, ‘সমগ্র বিশ দেখতে পেয়েছে যে কিভাবে আমেরিকান কংগ্রেস একজন গণহত্যাকারী খুনীকে করতালি দিয়ে সাধুবাদ জানিয়েছে। 

[৫] ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতি সবার দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, ‘আজ সেখানে ২৯৪ দিন ধরে হামলা চলছে। যারা প্রায় ৪০ হাজার নারী, শিশু ও বয়স্ক মানুষকে হত্যা করেছে আমি তার কথা ভাবছি, মার্কিন প্রতিনিধি পরিষদ তাকেই সাধুবাদ জানাচ্ছে।’

[৬] এরদোগান গাজায় গণহত্যায় পশ্চিমা সমর্থনের কঠোর নিন্দা করেন। ইসরায়েলি হামলায় উপত্যকাটিতে অন্তত ৩৯ হাজার ১৭৫ জন নিহত এবং  আহত হয়েছেন ৯০ হাজার ৪০৩ জন আহত হয়েছেন। হতাহতদের শতকরা ৭০ ভাগেরও বেশি নারী ও শিশু।

[৭] বিশ্ব ব্যবস্থা আরও সমালোচনা করে তুরস্কের প্রেসিডেন্ট বলেন, গাজার দেড় লাখ মানুষের রক্তে রঞ্জিত একজন নৃশংস কশাইয়ের প্রলাপ উক্তিকে সাধুবাদ জানানোর কোন যুক্তি আমরা দেখতে পাচ্ছি না। সম্পাদনা: শামীম হাসান

এসএইচ/আইএফ

  • সর্বশেষ
  • জনপ্রিয়