শিরোনাম
◈ ভারত-পাকিস্তান যুদ্ধ কি আসন্ন, হুঙ্কার-পাল্টা হুঙ্কার ◈ ব্রাজিলের কোচ হওয়ার স্বপ্ন সফল হ‌লো না আনচেলত্তির, রিয়াল মা‌দ্রিদেই থাক‌তে হ‌চ্ছে ◈ বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন ◈ উপদেষ্টা আসিফের পদত্যাগ দাবিতে বিক্ষোভ, ব্যানার কেড়ে নেয়ায় ওসির গায়ে হাত তুলতে তেড়ে আসেন বিক্ষোভকারীরা (ভিডিও) ◈ আজ মহান মে দিবস ◈  নতুন আইন হচ্ছে  র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে ◈ চলতি মাসে ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬০ কোটি ৭৬ লাখ ডলার ◈ মন্ত্রিপরিষদকে নির্বাচন কমিশনের ১২ প্রস্তাব ◈ বগুড়ায় সারজিসের উপস্থিতিতে এনসিপি-বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দফায় দফায় সংঘর্ষ ◈ আনোয়ারায় বেড়েছে চুরি, ডাকাতিসহ নানান অপরাধ, উদ্বিগ্ন জনসাধারণ  

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২৪, ১০:৫৬ দুপুর
আপডেট : ১৮ এপ্রিল, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমাজনে পৃথিবী থেকে বিচ্ছিন্ন নতুন আদিবাসী গোষ্ঠীর সন্ধান

সাজ্জাদুল ইসলাম: [২] পেরুর দুর্গম আমাজন অরণ্যের প্রত্যন্ত অঞ্চলে মাশকো পিরো নামে নতুন এক ক্ষুদ্র নৃতাত্ত্বিকগোষ্ঠীর বিরল ছবি প্রকাশ করেছে মানবাধিকার সংস্থা সারভাইভাল ইন্টারন্যাশনাল। জুনের শেষ দিকে ব্রাজিল সীমান্তের কাছে দক্ষিণ-পূর্ব পেরুর মাদ্রে দে দিওস অঞ্চলের একটি নদীর তীরে তাদের ওই ছবি ধারণ করা হয়। সূত্র : এনবিসি

[৩] গত মঙ্গলবার স্থানীয় আদিবাসী অধিকার গোষ্ঠী ফেনামাদ জানিয়েছেন, পৃথিবীর সঙ্গে যোগাযোগ বিহীন এই নৃগোষ্ঠীকে খাদ্যের সন্ধানে সাম্প্রতিক সপ্তাহগুলোতে রেইন ফরেস্ট থেকে আরও ঘন ঘন বেরিয়ে আসতে দেখা গেছে। মূলত বনে কাঠ সংগ্রহকারী কোম্পানিগুলো ক্রমবর্ধমান উপস্থিতি তাদের বেরিয়ে আসতে বাধ্য করেছে।

[৪] সারভাইভাল ইন্টারন্যাশনালের ডিরেক্টর ক্যারোলিন পিয়ার্স বলেছেন, শ্রমিকেরা যেখানে কাঠ কাটতে কার্যক্রম শুরু করতে যাচ্ছে সেখান থেকে কয়েক কিলোমিটার দূরে বিচ্ছিন্ন মাশকো পিরো আদিবাসীরা বিচ্ছিন্ন বাস করেন।

[৫] মন্টে সালভাদো নামে ইয়েন জনগোষ্ঠীর একটি গ্রামের কাছে সম্প্রতি ৫০জনেরও বেশি মাশকো পিরো গোষ্ঠীর মানুষকে দেখা গেছে। আদিবাসীদের অধিকার রক্ষায় কাজ করা এনজিওটি জানিয়েছে, কাছাকাছি পুয়ের্তো নুয়েভো গ্রামে ১৭ জনের আরেকটি দলকে দেখা যায়।

[৬] মাদ্রে দে দিওসের দুটি প্রাকৃতিক সংরক্ষিত এলাকার মধ্যে অবস্থিত একটি অঞ্চলে বসবাসকারী মাশকো পিরো খুব কমই বন থেকে বের হয়। ইয়িন বা অন্য কোন গোষ্ঠীর সঙ্গেও তারা খুব বেশি যোগাযোগ করে না।

এসআই/আইএফ

  • সর্বশেষ
  • জনপ্রিয়