সাজ্জাদুল ইসলাম : [২] পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। গত রোববার (২৮ এপ্রিল) তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়। মূলত ইসহাক দার দেশটির ক্ষমতাসীন শরিফ পরিবারেরই আত্মীয়। সূত্র : রয়টার্স
[৩] প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী মুহাম্মদ ইসহাক দারকে উপ-প্রধানমন্ত্রীর পদে নিয়োগ দিয়েছেন।’
[৪] অবশ্য নতুন নিয়োগের পরও ইসহাক দার পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তার দায়িত্ব পালন করে যাবেন বলে পাকিস্তানি গণমাধ্যম জানিয়েছে।
[৫] আনাদোলু জানায়, ইসহাক দার দেশটির ক্ষমতাসীন শরিফ পরিবারের অংশ এবং ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সম্মেলনে যোগ দিতে দার বর্তমানে সৌদি আরবে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে রয়েছেন।
[৬] উল্লেখ্য, পাকিস্তানের তিনবারের প্রধানমন্ত্রী এবং বর্তমান প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের বড় ভাই নওয়াজ শরিফের মেয়ের সঙ্গে ইসহাক দারের ছেলের বিয়ে হয়েছে। সম্পাদনা: রাশিদ
এসই/এমটি